ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সাবেক ইংলিশ ক্রিকেটারের প্রয়াণ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
সাবেক ইংলিশ ক্রিকেটারের প্রয়াণ

ঢাকা: চলে গেলেন ইংল্যান্ডের সাবেক পেসার কেন হিগস। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৯ বছর।

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে তিনি ১৫টি টেস্ট খেলেছিলেন।

১৯৬৫ সালের আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয় হিগসের। আর ১৯৬৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন ক্যারিয়ারের শেষ ম্যাচ। এ সময় ডানহাতি এ বোলার ২.১৪ ইকোনোমিতে ৭১টি উইকেট তুলে নেন।

জাতীয় দলে কম সুযোগ পেলেও ঘরোয়া লিগে দাপট ছিল হিগসের। যেখানে প্রথম শ্রেণির ৫১১ ম্যাচ খেলে এক হাজার ৫৩৬টি উইকেট তুলে নিয়েছেন। এছাড়া ২৪৬টি লিস্ট ‘এ’ ম্যাচে উইকেট পেয়েছেন ৩৫৫টি।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।