ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

তাসকিনের পর পরীক্ষা দিলেন সানি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
তাসকিনের পর পরীক্ষা দিলেন সানি

ঢাকা: টাইগার পেসার তাসকিন আহমেদের পর বোলিং অ্যাকশন পরীক্ষা সম্পন্ন করেছেন স্পিনার আরাফাত সানি। অস্ট্রেলিয়ার ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের ল্যাবে পরীক্ষা দিয়েছেন এই দুই বোলার।

 

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১০ টায় পরীক্ষা দেন পেসার তাসকিন আহমেদ। আর দুপুর ১টায় পরীক্ষা দেন স্পিনার আরাফাত সানি।
বোলিং পরীক্ষা দিতে গত সোমবার অস্ট্রেলিয়া পৌঁছান তাসকিন ও সানি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই আজ বোলিং সম্পন্ন করেন তারা। তাদের সঙ্গে ছিলেন জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

আগামী ১১ সেপ্টেম্বর তাসকিন-সানির দেশে ফিরে আসার কথা রয়েছে। তবে, ফলাফলের জন্য তাদের আরও ২-৩ সপ্তাহ অপেক্ষা করতে হবে।

চলতি বছর ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে তাসকিন ও সানির বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। পরে চেন্নাইয়ে তাদের বোলিং পরীক্ষায় ত্রুটি প্রমাণিত হওয়ায় অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছিল তাদের।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।