ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশে আসার আগে ভারতে আফগানদের ক্যাম্প!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
বাংলাদেশে আসার আগে ভারতে আফগানদের ক্যাম্প! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে আফগানিস্তান। আর এই সিরিজকে সামনে রেখে ভারতে অনুশীলন ক্যাম্প গড়বে আফগানরা-এমন খবর দিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র।

এই সিরিজ দিয়ে দেশের মাটিতে দীর্ঘ ১০ মাস পর ওয়ানডেতে নামবে টাইগাররা। অনুশীলনের ফাঁকে হাথুরুসিংয়ের শিষ্যরা আরও ঝালিয়ে নিতে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচও খেলছে।

পিছিয়ে থাকতে চাইছে না আফগানরা। বোর্ডের মুখপাত্র ফরিদ হোতাক জানান, ‘বাংলাদেশ সফরের আগে দলটি ভারতের মাটিতে নিজেদের অনুশীলন চালিয়ে যাবে। সেখানে ক্যাম্প শেষে তারা বাংলাদেশে যাবে। ’

তবে, বোর্ডের এই মুখপাত্র ১৫ দিনের অনুশীলন ক্যাম্পের কথা জানালেও এর সত্যতা কোথাও পাওয়া যায়নি।

এদিকে, প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসে সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ পাচ্ছে আফগানিস্তান। আগামী ২১ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছানোর কথা সফরকারীদের। আর ২৩ সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচটি হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে।

আফগানিস্তান সিরিজ শেষ হওয়ার আগেই ঢাকায় আসার কথা ইংল্যান্ডের। আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় পা রাখবে ইংলিশরা। ইংলিশদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ৭ অক্টোবর।

আফগানদের বিপক্ষে টাইগারদের ২৫, ২৮ সেপ্টেম্বর এবং ০১ অক্টোবর তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই দিবারাত্রির, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। রিজার্ভ ডে রাখায় ম্যাচের মাঝে দু’দিন করে বিরতি থাকছে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।