ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

মরগানের না আসার সম্ভাবনাই বেশি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৬
মরগানের না আসার সম্ভাবনাই বেশি ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ সফরের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেননি দলটির সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মরগান। তবে, তার না আসার সম্ভাবনাই বেশি বলে জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

সম্প্রতি তিনি জানিয়েছিলেন, পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে সিদ্ধান্ত নেবেন বাংলাদেশ সফরের ব্যাপারে। পাকিস্তানের বিপক্ষে সেই সিরিজ শেষ। এখন বাংলাদেশের বিপক্ষে খেলতে আসার ক্যাম্প শুরু করবে ইংলিশরা। কিন্তু, জানা যাচ্ছে, বাংলাদেশ পর্যবেক্ষণ করে যাওয়া দলের নিরাপত্তা প্রধান রেগ ডিকাসনের উপর মরগান আস্থা রাখতে পারছেন না।

ইংল্যান্ড জাতীয় দলের টেস্ট দলপতি অ্যালিস্টার কুক বাংলাদেশ সফরে আসতে চাইলেও এ সফরে নিরাপত্তা ঝুঁকি থাকার প্রসঙ্গে মরগান সিদ্ধান্তহীনতায় ভুগছেন।

মরগান জানিয়েছিলেন, ‘এটা অবশ্যই ব্যক্তিগত মতামত। সুতরাং একজনের সিদ্ধান্ত আরেক ক্রিকেটারের ওপর প্রভাব বিস্তার করবে না। আসলে সন্ত্রাসী হামলার দুই মাসের মধ্যে যদি সিদ্ধান্ত নিতে বলা হয়, তবে সময়টা খুবই কম। এ নিয়ে আরও চিন্তার বিষয় আছে। এতো কম সময়ে সিদ্ধান্ত নেওয়াটা সহজ না। ’

উপমহাদেশে অতীতের বাজে অভিজ্ঞতা আর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণেই আসন্ন সিরিজে খেলতে আসতে চাইছেন না মরগান।

তিনি জানান, ‘আমি ২০১০ সালে ভারতের মাটিতে আইপিএলের আসরে খেলতে গিয়েছিলাম। বেঙ্গালুরুর হয়ে খেলতে নেমেছিলাম। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সেই ম্যাচ চলাকালীন সময়ে স্টেডিয়ামের বাইরে দুটি বোমার বিস্ফোরণ ঘটে। যদিও ম্যাচটি পরে সম্পন্ন হয়েছিল কিন্তু, আমাদের নিরাপদে রাখার জন্য ওই ম্যাচের পর আমাদের বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছিল। ’

তিন বছর পর বাংলাদেশে খেলতে এসেছিলেন মরগান। ২০১৩ সালে নভেম্বরের শেষ দিকে ঢাকায় গাজী ট্যাংক ক্রিকেটার্সের হয়ে প্রিমিয়ার ডিভিশনে খেলার সময় তিনি তখনকার রাজনৈতিক বাজে পরিস্থিতির কথা উল্লেখ করেন। বাংলাদেশে তখন চলছিল নির্বাচন পূর্ব রাজনৈতিক অস্থিরতা। সেবার তিনি খেলেছিলেন ৫টি ম্যাচ। বাংলাদেশে ১০ দিন অবস্থান করেছিলেন।

মরগান আরও যোগ করেন, ‘ব্যক্তিগতভাবে সবাই চায় স্বস্তিতে থেকে ক্রিকেটে মন দিতে। আন্তর্জাতিক ক্রিকেট বা যেকোনো ক্রিকেট মানে তো অন্য কিছু নিয়ে দুশ্চিন্তা নয়। এটা হওয়া উচিত আপনার জীবনের সেরা সময়। আপনি চাইবেন মনযোগটা পুরোপুরি ক্রিকেটেই ধরে রাখতে। কিন্তু, খেলতে গিয়ে তা উপভোগ করার চেয়ে যদি আপনাকে নিরাপত্তা নিয়ে ভাবতে হয়, তবে সেটি সমস্যা হয়ে দাঁড়ায়। এর আগেও আমি নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও বিভিন্ন জায়গায় খেলেছি। কিন্তু, মন থেকে বলছি আমি বারবার একই রকম পরিস্থিতিতে পড়তে চাই না। ’

২৯ বছর বয়সী ইংলিশদের নিয়মিত ওয়ানডে দলপতি জানান, ‘আমি বাংলাদেশে থাকাকালীন সেখানকার রাজনৈতিক পরিস্থিতি ভয়াবহ দেখেছি। দলে এমন অনেকেই আছে যারা নিরাপত্তা শঙ্কা নিয়ে কোনো সফরে যায়নি। আর বাংলাদেশে ওই সন্ত্রাসী হামলার (গুলশান হামলা) পর কোনো আন্তর্জাতিক দলই সেখানে সফর করেনি। এগুলো আমার সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে। ’

মরগান সফরের ব্যাপারে এখনো না বলেননি, তবে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী বোঝাই যাচ্ছে সিদ্ধান্তটা নেতিবাচক হওয়ার সম্ভাবনা প্রবল। আগামী ১৬ সেপ্টেম্বর ইংলিশদের দল ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ০৯ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি
** ‘আইপিএল খেলতে ভারতে গেলে, বাংলাদেশ কেন নয়’
** বাংলাদেশে আসছেন না স্টোকস-মার্ক উড
** বাংলাদেশ সফরে আগ্রহী গ্যারি ব্যালান্স
** বাংলাদেশ সফরে না গেলে জায়গা হারাতে পারেন মরগানরা
** বাংলাদেশ সফরে আসতে চান ক্রিস জর্ডান
** বাংলাদেশ সফর না করলে ঝুঁকিতে থাকবেন মরগান
** বাংলাদেশ সফরে সব ক্রিকেটারকে চান ইংলিশ কোচ
** বাংলাদেশ সফরে ইংলিশদের তৃতীয় স্পিনার ডসন
** বাংলাদেশ সফরে অবশ্যই আসবেন মঈন
** বাংলাদেশ সফরে এখনও অনিশ্চিত মরগান
** লাহোর হামলায় আহত কোচও আসছেন বাংলাদেশে
** বিশ্বাস রেখে বাংলাদেশে আসতে চান বেয়ারস্টো
** বাংলাদেশ সফরে দোটানায় হেলস
** বাংলাদেশের পাশে ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান লোয়ি
** পরিবারের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন প্লাঙ্কেট
** বাংলাদেশ সফর নিশ্চিত করলেন কুক
** বিসিবি-ইসিবিকে ধন্যবাদ জানিয়েছে আইসিসি
** ইনজুরিতে অ্যান্ডারসন-ব্রড, বাংলাদেশ সফরে আশাবাদী
** সফর না করলে ঝুঁকিতে পড়বে ইংলিশ ক্রিকেটাররা
** জাতীয় দলে ব্রাত্য পিটারসেনের অদ্ভুত বার্তা
** প্রতিটি ক্রিকেটারের অংশগ্রহণ চান স্ট্রস
** ইংল্যান্ডের বাংলা সফর, অস্ট্রেলিয়াকে জবাব!
** ‘১৬ কোটি মানুষের দোয়া বৃথা যেতে পারে না’
** ইংল্যান্ড সঠিক সিদ্ধান্ত নিয়েছে: পাপন
** টাইগারদের বিপক্ষে থাকবেন অ্যালিস্টার কুক?
** ইসিবিকে ধন্যবাদ জানালো বিসিবি
** বাংলাদেশ সফরে ইংল্যান্ডের সবুজ সংকেত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।