ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সময় এখন খেলাধুলার

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৬
সময় এখন খেলাধুলার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর স্কুলগুলোতে ঈদুল আজহার ছুটি পড়েছে গতকাল (০৮ সেপ্টেম্বর) থেকে। বাবা-মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা।

ফাঁকা হতে শুরু করেছে রাজধানী ঢাকা। এ সুযোগেই খেলাধুলায় মেতে উঠছেন শহরের তরুণরা। স্কুলের মাঠ কিংবা সড়ক-যে যেখানে জায়গা পাচ্ছে, মেতে উঠছে ক্রিকেট কিংবা ফুটবলে।

গ্রামের বাড়িতে ঈদ করার আনন্দ সবসময়ই বেশি। তাই বলে রাজধানীর তরুণদের ঈদের ছুটি নিরানন্দে কাটছে-এমনটি একেবারেই নয়। ঈদে গ্রামের বাড়ি যাননি কিংবা ঢাকাতেই যাদের বাস-সেসব তরুণদের নির্মল বিনোদনের মাধ্যম এখন খেলাধুলা। চাইলেই মিলছে খেলার মাঠ কিংবা ফাঁকা রাস্তা।

স্কুল খোলা থাকলে ক্লাস, কোচিং, হাউজ টিউটর, হোমওয়ার্কের ঝক্কি সামলাতে গিয়ে খেলার সুযোগ হয়ে ওঠে না শিক্ষার্থীদের। শত ব্যস্ততার মাঝে অনেক ক্ষেত্রে সময় বের করা গেলেও মাঠের অভাবে সে আশায় গুঁড়েবালি। এ আক্ষেপ মেটাতে শহরের তরুণরা দখল করেছে মাঠগুলো। সকাল-বিকেল চলছে ক্রিকেট-ফুটবল।

মিরপুর দুই নম্বরের ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গিয়ে দেখা গেল কিশোরদের মাতামাতি। মাঠের বৃহৎ ‍অংশে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে তরুণরা মেতেছেন ক্রিকেটে। স্কুলটির মূল ভবনের সামনের অংশে কয়েকজন তরুণ মেতেছেন ফুটবলে। স্কুলটির বিশাল খেলার মাঠে যেন বিরাজ করছিল উৎসবের আমেজ।

বলের উপর চোখ রেখে ব্যাট চালাতে চালাতে স্থানীয় তরুণ আবুবকর বলছিলেন, ‘খেলতে আসা বেশিরভাগ ছেলের বাসা মাঠের আশে-পাশে। এখন তো স্কুল বন্ধ। এ মাঠে খেলার প্রতি সবসময় আগ্রহ থাকে আমাদের। সাপ্তাহিক ছুটি কিংবা ঈদের ছুটি পড়লে আমরা এখানে এসে খেলি। মাঠের চারদিকে গাছপালা। রোদ পড়লে গাছের ছায়ায় বিশ্রাম পাই। ’ খেলতে আসা জাহিদ, সজিব, হৃদয়, সিদ্দিকরাও সায় দিলেন আবুবকরের কথায়।  

ক্রিকেটের সীমানা পেরিয়ে তরুণদের আরেক দল মেতেছেন ফুটবলে। ওরা সবাই মনিপুর হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র। একত্রিত হয়ে ফুটবল খেলছেন সাকিব, জুবায়ের, মজ্ঞুররা। নানা কসরত ওদের পায়ে। ওদেরই একজন সাকিব মোহাম্মদ জানালেন, ‘ফুটবলই আমাদের ধ্যান-জ্ঞান। সুযোগ পেলেই ফুটবল খেলি। রাতে টিভিতে লিগের ফুটবল ম্যাচগুলো দেখি। আমরা খেলি বিনোদনের অংশ হিসেবে কিংবা সময় কাটানোর জন্য, তবে এটাকে শরীরচর্চাও বলতে পারেন। ’

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ০৯ সেপ্টেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।