ঢাকা: দুই স্তরের টেস্ট ক্রিকেটের প্রস্তাব বাতিলের পর এবার টেস্ট চ্যাম্পিয়নশিপ প্লে-অফে সমাধান খুঁজছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি লিগ চালুর কথা ভাবছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
সদস্য দেশগুলোর প্রধান নির্বাহীদের মূল লক্ষ্য দ্বিপাক্ষিক ক্রিকেট চালু রাখা, যারা এ সপ্তাহেই দুবাইয়ে দু’দিনের ওয়ার্কশপে মিলিত হন। যেখানে তারা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চাপে দুই স্তরের কাঠামো প্রত্যাহার করার পক্ষে নিজেদের সমর্থন দেন।
এক সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সিইও ও আইসিসির সাবেক সিইও হারুন লরগাত বলেন, ‘সকল বোর্ড আন্তর্জাতিক ক্রিকেটের উন্নতির জন্য চেষ্টা করে যাচ্ছে। এর সেরা সমাধান টেস্ট চ্যাম্পিয়নশিপ। ’
অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে কেপ টাউনে চিফ এক্সিকিউটিভ কমিটি (সিইসি) ও বোর্ড আনুষ্ঠানিকভাবে মিটিংয়ে অংশ নেবেন। আইসিসির পরবর্তী সভায় এই আলোচনা অব্যাহত থাকবে বলে জানান লরগাত, ‘এটা পরিষ্কার যে, কিছু সদস্য দেশ দুই স্তরের ক্রিকেট কাঠামোতে সমর্থন দেয়নি। কেন এটা সমর্থকদের আগ্রহ বাড়ানোর জন্য সেরা উপায় হতো সেটিই আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম। কিন্তু কিছু সদস্য তার পক্ষে যায়নি। তাই বিদ্যমান র্যাংকিংয়ে একটি টেস্ট চ্যাম্পিয়ন বিকাশে আমাদের ভিন্ন উপায় বের করতে হবে। ’
টেস্ট ক্রিকেটে যেসব পরিবর্তন বিবেচনা করা হবে:
১। বর্তমান এফটিপি (ফিউচার ট্যুরস প্রোগ্রাম) সিডিউল বহাল রাখা হবে কিন্তু, প্রতি দু’বছরে শীর্ষ দু’টি দল একটি টেস্ট চ্যাম্পিয়নশিপ প্লে-অফ খেলবে। যা নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সম্ভাবনাই বেশি।
২। ২০১৯ সালে যত দ্রুত সম্ভব ক্রিকেট ক্যালেন্ডারে প্লে-অফ যুক্ত করা হবে।
৩। টেস্ট সিরিজ আয়োজনের জন্য দলগুলো অন্য দেশের সঙ্গে আলোচনা করার স্বাধীনতা ফিরে পাবে।
ওয়ানডে ও টি-টোয়েন্টি:
১। ২০২৩ বিশ্বকাপ বাছাইপর্বের প্রাক্কালে ওডিআই লিগ কাঠামো বাস্তবায়ন করা হবে।
২। তিন বছরের অধিক সময় ধরে লিগ চলবে যেখানে ১৩টি দেশ এ সময়ের মধ্যে একে অন্যের বিপক্ষে অন্তত একটি সিরিজ খেলবে।
৩। শেষ বছরে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে খেলা টিমগুলো সরাসরি মূল পর্বের যোগ্যতা অর্জন করতে পারবে না।
৪। একইভাবে টি-২০ লিগ কাঠামো চালু করা হবে।
৫। সীমিত ওভারের সিরিজের দৈর্ঘ্য তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টিতে নির্ধারণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৬
এমআরএম