ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

দুর্দান্ত পারফর্মে জাতীয় দলে উমর আকমল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৬
দুর্দান্ত পারফর্মে জাতীয় দলে উমর আকমল ছবি: সংগৃহীত

ঢাকা: অবশেষে জাতীয় দলের দরজা খুললো উমর আকমলের। ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবারো জাতীয় দলের জার্সি গায়ে দেওয়ার সুযোগ পেয়েছেন এই ব্যাটসম্যান।

বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচকরা আকমলকে দলে ডেকেছেন। তবে, সুযোগ হয়নি সিনিয়র অলরাউন্ডার শহীদ আফ্রিদির।

উমর আকমল জাতীয় দলে সবশেষ টেস্ট খেলেছিলেন ২০১১ সালে আর ওয়ানডেতে নেমেছিলেন গত বছর মার্চে। ২৬ বছর বয়সী ডানহাতি উইকেটরক্ষক এই ব্যাটসম্যান উপেক্ষিতই ছিলেন ওয়াকার ইউনুস কোচ থাকাকালীন। তবে, দলের প্রধান নির্বাচক ইনজামাম উল হক এবং মিকি আর্থার দলের নতুন কোচ হিসেবে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো সুযোগ পেলেন আকমল। অপরদিকে উপেক্ষিতই থাকলেন আফ্রিদি। দেশের হয়ে ৯৮ টি-টোয়েন্টি খেলা শহীদ আফ্রিদিকে এখন অপেক্ষায় থাকতে হবে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজের আগ পর্যন্ত।

এর আগে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে আফ্রিদি-আজমলকে ছাড়াই টি-টোয়েন্টির দল ঘোষণা করেছিল দেশটির ক্রিকেট বোর্ড। সে ম্যাচে সরফরাজ আহমেদ প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দিয়ে ৯ উইকেটের জয় পাইয়ে দেন।

শৃঙ্খলাভঙ্গের দায়ে বারবার বাদ পড়া সমালোচিত উমর আকমল সম্প্রতি দেশটির ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে দুর্দান্ত শতক হাঁকিয়েছেন। লাহোর হোয়াইটসের হয়ে রাওয়ালপিন্ডির বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ১১৫ রান করে অপরাজিত থাকেন তিনি। তার ৪৮ বলের ইনিংসে ছিল ১৮টি বাউন্ডারির মার। যার ৯টিই ছিল ওভার বাউন্ডারি। একই টুর্নামেন্টের আগের ম্যাচে ৪৪ বলে ৬টি চার আর ৬টি ছক্কায় তিনি করেছিলেন ৮১ রান। আর সবশেষ ম্যাচে করাচি ব্লুজের বিপক্ষে ৪২ বলে ৬টি চার আর ৫টি ছক্কায় তিনি ৭৫ রান করেন।

এমন দুর্দান্ত পারফর্মের পর তাকে দলে সুযোগ দেওয়া হয়েছে বলে জানান বোর্ডের এক মুখপাত্র। দুই বছর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলা সাদ নাসিম আসন্ন সিরিজে দলে ডাক পেয়েছেন। দলে ডাক পেয়েছেন রুম্মান রইস।

আগামী ২৩, ২৪ আর ২৭ সেপ্টেম্বর দুবাই স্টেডিয়ামে বর্তমান টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে পাকিস্তান।

পাকিস্তানের টি-টোয়েন্টি দল:
সরফরাজ আহমেদ (অধিনায়ক), শারজিল খান, খালিদ লতিফ, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, হাসান আলী, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, সোহেল তানভির, মোহাম্মদ নওয়াজ, শোয়েব মালিক, উমর আকমল, সাদ নাসিম, রুম্মান রইস।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ০৯ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।