ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বিদায়ী ম্যাচে আলো ছড়ায়নি দিলশানের ব্যাট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৬
বিদায়ী ম্যাচে আলো ছড়ায়নি দিলশানের ব্যাট ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের বিদায়ী ম্যাচে তিলকরত্নে দিলশান করলেন মাত্র ১ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ দিয়েই অবসর নেবেন-এমন ঘোষণা আগেই দিয়েছিলেন ৩৯ বছর বয়সী দিলশান।

আগে ব্যাট করা শ্রীলঙ্কার হয়ে ওপেনিংয়ে নামা দিলশান ইনিংসের দ্বিতীয় ওভারে জন হ্যাস্টিংসের দ্বিতীয় বলে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ তুলে দেন।

দিলশান শ্রীলঙ্কার হয়ে ১৭ বছর প্রতিনিধিত্ব করেছেন। ১৯৯৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তার টেস্টে অভিষেক ঘটে। ২০১৩ সালে সবশেষ বাংলাদেশের বিপক্ষে সাদা পোশাকে মাঠে নেমেছিলেন তিনি। ৮৭টি টেস্ট খেলা এই ডানহাতি ব্যাটসম্যান ১৬টি শতক আর ২৩টি অর্ধশতকে করেন ৫ হাজার ৪৯২ রান।

জিম্বাবুয়ের বিপক্ষে ১৯৯৯ সালের ডিসেম্বরে ওয়ানডেতে অভিষেক হয় দিলশানের। চলতি বছরের আগস্টে সবশেষ ওয়ানডে খেলেছেন অজিদের বিপক্ষে। ৩৩০টি ওয়ানডে খেলা ড্যাশিং এই ওপেনার ২২টি শতক আর ৪৭টি অর্ধশতকে করেছেন ১০ হাজার ২৯০ রান। টি-টোয়েন্টি ফরমেটে ৮০তম ম্যাচ খেলে তিনি করেছেন এক হাজার ৮৮৯ রান। যেখানে তার দখলে রয়েছে একটি শতক আর ১৩টি অর্ধশতক।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ০৯ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।