ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বোলার খুঁজছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
বোলার খুঁজছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

ঢাকা: ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টি-টোয়েন্টি ফরমেটের এ টুর্নামেন্ট শুরুর পর থেকে নিজ নিজ অঞ্চলের ক্রিকেট ও অবকাঠামোগত উন্নয়নের কথা বলে এসেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

কিন্তু বাস্তবতা হলো গত কয়েক বছরে এমন কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি কোনো ফ্র্যাঞ্চাইজিকে।

এক্ষেত্রে ব্যতিক্রম গত আসরের চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তরুণ প্রতিভা খুঁজে বের করার উদ্যোগ গ্রহণ করেছে তারা। ‘ভিক্টোরিয়ান্সদের সাথে তুমিও থাকবে মাঠে’ স্লোগান নিয়ে ‘ভিক্টোরিয়ান্স বোলার হান্ট’ নামক কর্মসূচি হাতে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

দলটির মিডিয়া বিভাগ থেকে জানা গেছে, প্রাথমিকভাবে তিন ভেন্যুতে হবে স্পিন ও পেস বোলার বাছাই কার্যক্রম। ২০ সেপ্টেম্বর চান্দিনা রেদওয়ান আহমেদ ডিগ্রী কলেজ মাঠ, ২৫ সেপ্টেম্বর কুমিল্লা স্টেডিয়াম ও ২৮ সেপ্টেম্বর লালমাই ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি প্র্যাকটিস গ্রাউন্ডে হাজির হতে হবে আগ্রহীদের।

প্রতি ভেন্যুতেই কার্যক্রম শুরু হবে সকাল ৮ টায়। শুধুমাত্র কুমিল্লায় বসবাসকারী তরুণরাই অংশ নিতে পারবেন বোলার হান্টের এই কর্মসূচিতে।

প্রত্যেক ভেন্যুতে নির্বাচিত বোলারদের নিয়ে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে ২ অক্টোবর লালমাই ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমিতে।

ফাইনালে উপস্থিত থাকবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামাল ও ম্যানেজার খালেদ মাসুদ পাইলট। প্রতিভাবানদের সুযোগ দেয়া হবে বিপিএল চলাকালীন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেট বোলিংয়ে। বিপিএলের আগামী আসর শুরু ৬ নভেম্বর। অংশ নেবে আটটি দল।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।