ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সাংবাদিকের ওপর আফ্রিদির ক্ষোভ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
সাংবাদিকের ওপর আফ্রিদির ক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: জাতীয় দলের দরজা হয়তো বন্ধই হয়ে গেছে পাকিস্তানের সিনিয়র ক্রিকেটার শহীদ আফ্রিদির জন্য। জাতীয় দলে পুনরায় ফিরে আসার সম্ভাবনা কতটুকু-এমন প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষোভ প্রকাশ করেন ‘বুমবুম’ আফ্রিদি।

ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সি গায়ে দেওয়ার সুযোগ হয়নি আফ্রিদির। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির পর বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচকরা আফ্রিদিকে রাখেননি।

পাকিস্তানের সিনিয়র এই অলরাউন্ডার কতটুকু ফিট, এমন প্রশ্ন করেন দেশটির এক সংবাদকর্মী। তাতে আফ্রিদি বলে বসেন, ‘আমি আপনার মতো দশ জনকে চালাতে পারবো। ’

জাতীয় দলে সুযোগ না হলেও টি-টোয়েন্টির সাবেক এই অধিনায়ক ঘরোয়া লিগ, ক্লাব আর ইংলিশ কাউন্টি দলে খেলার ব্যাপারে আশাবাদী।

আফ্রিদি সংবাদমাধ্যমে জানান, ‘যখন আমার সময় হয়ে আসবে নিজে থেকে ক্রিকেট ছেড়ে দেব। আমাকে কেউ ক্রিকেট থেকে ছেঁটে ফেলবে এমনটা বরদাস্ত করবো না। ’ পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম উল হককে উদ্দেশ্য করে তিনি যোগ করেন, ‘আমি এখনও জাতীয় দলের জার্সি গায়ে দিতে সক্ষম। যদি আপনি চান যেকোনো ফরমেটে তরুণ ক্রিকেটারদের সঙ্গে আমি খেলতে প্রস্তুত। ’

অলরাউন্ডার এই ব্যাটসম্যান ওয়াকার ইউনুস কোচ থাকাকালীন উপেক্ষিত না থাকলেও বাজে পারফর্ম আর দলীয় নেতৃত্বে দুর্বল থাকার কারণে সমালোচিত হন। দলের প্রধান নির্বাচক হিসেবে ইনজামাম এবং নতুন কোচ হিসেবে মিকি আর্থার যোগ দিলে উপেক্ষিতই থাকতে হচ্ছে আফ্রিদিকে।

দেশের হয়ে ৯৮ টি-টোয়েন্টি খেলা সাবেক দলপতি শহীদ আফ্রিদিকে এখন অপেক্ষায় থাকতে হবে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজের আগ পর্যন্ত। এর আগে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে আফ্রিদিকে ছাড়াই টি-টোয়েন্টির দল ঘোষণা করেছিল দেশটির ক্রিকেট বোর্ড। সে ম্যাচে সরফরাজ আহমেদ প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দিয়ে ৯ উইকেটের জয় পাইয়ে দেন।

ওয়ানডের দলপতি আজহার আলী আর টি-টোয়েন্টির নতুন দলপতি সরফরাজ আহমেদ প্রসঙ্গে সংবাদকর্মীদের হুশিয়ার করে আফ্রিদি জানান, ‘কোনো সন্দেহ নেই তারা ভালোমানের অধিনায়ক। মিডিয়া যেন তাদের নিয়ে সমালোচনা থেকে দূরে থাকে। তাদের উপর কোনোভাবেই চাপ তৈরি করা উচিৎ হবেনা। সরফরাজ তার প্রথম দায়িত্বেই সফল। কিন্তু মিডিয়া তাদের দু’জনকে নিয়েই একটু বেশি সমালোচনা করছে। ’

এর আগে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে প্রথমবারের মতো বাদ পড়েন আফ্রিদি।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।