ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ছিটকে পড়লেন মার্শ-ফকনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৬
ছিটকে পড়লেন মার্শ-ফকনার ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজের দল থেকে ছিটকে পড়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান শন মার্শ এবং অলরাউন্ডার জেমস ফকনার। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বিবৃতিতে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এমনটি নিশ্চিত করা হয়েছে।

প্রোটিয়াদের বিপক্ষে ৫টি ওয়ানডে আর আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচের দলে উসমান খাজার জায়গায় এসেছিলেন মার্শ। তবে, শ্রীলংঙ্কা সফরে আঙ্গুল ভেঙে ফেলা মার্শ এখনও পুরোপুরি সেরে না উঠায় দলে তার জায়গা হচ্ছে না। এদিকে, ফকনারও মাংশপেশীর ইনজুরিতে ভুগছেন।

দলের ফিজিওথেরাপিস্ট ডেভিড বাকলি জানান, মার্শের এক্স-রে রিপোর্ট এ সপ্তাহে একজন স্পেশালিস্ট চিকিৎসকের কাছে পাঠানো হবে। তবে, এটা নিশ্চিত তার আঙ্গুলে চিড় থাকায় প্রোটিয়াদের বিপক্ষে সে দলের সঙ্গে থাকতে পারছে না। ফকনারের ইনজুরি বেশি মারাত্মক নয়। তারপরও তাকে আরও তিন থেকে চার সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। দ. আফ্রিকার বিপক্ষে তাকেও দলের বাইরে থাকতে হচ্ছে। ’

আইরিশদের বিপক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর মাঠে নামবে অজিরা। সেঞ্চুরিয়ানে আগামী ৩০ সেপ্টেম্বর দ. আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে লড়বে স্টিভেন স্মিথের দল।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।