ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের বিপক্ষে বিশ্রাম পেয়েছেন রুট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
টাইগারদের বিপক্ষে বিশ্রাম পেয়েছেন রুট ছবি: সংগৃহীত

ঢাকা: টেস্ট স্কোয়াডে থাকলেও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে নেই ইংলিশদের অন্যতম সেরা ব্যাটসম্যান জো রুট। তবে, অন্য কোনো কারণে নয়, ইংল্যান্ড ক্রিকেট দলের নির্বাচক প্যানেল জো রুটকে সীমিত ওভারের ম্যাচগুলোতে বিশ্রাম রেখেছেন।


 
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশের বিপক্ষে ১৭ সদস্যের টেস্ট স্কোয়াড ও ১৫ জনের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করে ইংল্যান্ড।

টাইগারদের বিপক্ষে শুধুমাত্র দুই টেস্টের স্কোয়াডে রাখা হয়েছে জো রুটকে। সম্প্রতি শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে ৪-১ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজের সেরা ব্যাটসম্যান ছিলেন রুট। এছাড়া, ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার ক্রিস জর্ডান।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি হবে ৭ অক্টোবর।
দুই দলের প্রথম টেস্ট চট্টগ্রামে ২০ অক্টোবর শুরু হবে। তার আগে দুটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। ইসিবি থেকে জানানো হয়, নিয়মিত দলপতি অ্যালিস্টর কুক অংশ না নিলেও প্রস্তুতি ম্যাচগুলোতে অংশ নেবেন রুট।

২০১২ সালে টেস্ট অভিষেক হয় জো রুটের। টাইগারদের বিপক্ষে একটি ওয়ানডে খেললেও সাদা পোশাকে খেলা হয়নি তার।

বাংলাদেশ সফর শেষে ইংলিশরা ভারত সফর করবে। সেখানে পাঁচটি টেস্ট, তিনটি ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টিও খেলবে ইংলিশরা।

আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ইংল্যান্ড দলের। বাংলাদেশে প্রায় এক মাসের সফরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ইংলিশরা।

ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, স্যাম বিলিংস, লিয়াম ডসন, বেন ডাকেট, লিয়াম প্লাঁকেট, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

বাংলাদেশ সিরিজের সূচি:
প্রথম ওয়ানডে (৭ অক্টোবর) - মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
দ্বিতীয় ওয়ানডে (৯ অক্টোবর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
তৃতীয় ওয়ানডে (১২ অক্টোবর) – চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
প্রথম টেস্ট (২০-২৪ অক্টোবর) - চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
দ্বিতীয় টেস্ট (২৮ অক্টোবর-১ নভেম্বর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।

সবগুলো ওয়ানডে ম্যাচ দুপুর ১টায় আর সকাল সাড়ে ৯টায় শুরু হবে টেস্ট।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।