ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

টেস্ট স্কোয়াড থেকে সাউদি আউট, হেনরি ইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
টেস্ট স্কোয়াড থেকে সাউদি আউট, হেনরি ইন ছবি: সংগৃহীত

ঢাকা: বাঁ-পায়ের গোড়ালিতে চোটের কারণে ২২ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হওয়া স্বাগতিক ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার টিম সাউদি। তার জায়গায় দলে ডাক পেয়েছেন ২৪ বছর বয়সী ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার ম্যাট হেনরি।

দলীয় অনুশীলনের সময় গোঁড়ালির লিগামেন্টে চোট পান সাউদি। পুনর্বাসনের জন্য এখন তাকে ফিরে যেতে হচ্ছে নিউজিল্যান্ডে। আর এই পুনর্বাসনের মধ্যদিয়েই অক্টোবর থেকে ধর্মশালায় অনুষ্ঠেয় ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য নিজেকে ফিট করতে চেষ্টা চালিয়ে যাবেন সাউদি।

সাউদির চোট প্রসঙ্গে দেয়া এক বিবৃতিতে কিউই কোচ মাইক হেসন জানান, ‘ভারতের বিপক্ষে সিরিজটিকে সামনে রেখে কঠোর অনুশীলনে সাউদি নিজেকে বেশ ভালোই প্রস্তুত করেছিল। কিন্তু চোটে পড়ে ছিটকে যেতে হলো তাকে। সে মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত। ’

‘এখন সাউদির মূল ফোকাসটি থাকছে সে কি করে ওয়ানডে সিরিজের আগে এই চোট কাটিয়ে উঠবে। ’ যোগ করেন হেসন।

সাউদির এই চোট ভারতের বিপক্ষে কিছুটা হলেও বিপাকে ফেলে দিয়েছে ব্ল্যাক ক্যাপসদের। এই মুহূর্তে কিউই দলে টিম সাউদিই অভিজ্ঞ টেস্ট বোলার। ৫২ টেস্ট ম্যাচে তার উইকেট সংখ্যা ১৭৭।
 
এদিকে সাউদির জায়গায় দলে জায়গা পাওয়া ম্যাট হেনরি এ পর্যন্ত টেস্ট ম্যাচ খেলেছেন চারটি। ২০১৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়েছিল ম্যাট হেনরির।

হেনরি সবশেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন গেল ফেব্রুয়ারিতে ক্রাইস্টচার্চে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে ওই টেস্টে বল হাতে জ্বলে উঠতে পারেননি। দুই ইনিংসে ৪১ ওভার বল করে ১৩৪ রান দিয়ে থেকেছেন উইকেটশূন্য।

ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, মার্ক ক্রেইগ, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, জেমস নিশাম, হেনরি নিকোলাস, লুক রঞ্চি, মিচেল স্যান্টনার, ইস সোধি, রস টেইলর, নেইল ওয়েগনার ও বিজে ওয়াটলিং।

বাংলাদেশে সময়: ১৩২০ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।