ঢাকা: ঈদুল আজহার ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও সহকারী কোচ রিচার্ড হ্যালসল। টাইগারদের নতুন ব্যাটিং পরামর্শক শ্রীলঙ্কার থিলান সামারাবীরাও ঢাকায় পৌঁছেন।
গত ৬ সেপ্টেম্বর মিরপুরে অনুশীলন ম্যাচের মধ্যদিয়ে বিরতি নামে টাইগারদের প্রস্তুতিতে। ১১ দিনের ছুটি পান কোচিং স্টাফ ও ক্রিকেটাররা।
আগামীকাল থেকে আবারও ব্যস্ত হয়ে উঠবে ক্রিকেটপাড়া মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম। এদিন সকাল ৯টায় জাতীয় দলের ক্রিকেটাররা যোগ দেবেন অনুশীলন ক্যাম্পে।
আনুষ্ঠানিক অনুশীলন শুরুর আগে শনিবার (১৭ সেপ্টেম্বর) মিরপুরে এসেছিলেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোশাররফ হোসেন রুবেল। জিমেই কেটেছে তাদের সময়।
আগামী ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ইংল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে ম্যাচ ও দুই টেস্টের সিরিজ। আফগানিস্তান এবং ইংলিশদের বিপক্ষে সিরিজ খেলতে ২০ সদস্যের ওয়ানডে স্কোয়াড কাল যোগ দেবে ক্যাম্পে।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর ২০১৬
এসকে/এমআরপি