ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংলিশদের মতোই নিরাপত্তা পাবে আফগানরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
ইংলিশদের মতোই নিরাপত্তা পাবে আফগানরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। ওয়ানডে ও টেস্ট সিরিজের জন্য ইতোমধ্যে চূড়ান্ত দলও ঘোষণা করে ফেলেছে সে দেশের ক্রিকেট বোর্ড।

এখন কেবল মাঠে গড়ানোর অপেক্ষায় বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ।  

ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেই অবশ্য মাশরাফি বাহিনী প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে আফগানিস্তানকে। আগামী ২১ সেপ্টেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আসবে আফগানিস্তান ক্রিকেট দল। টেস্ট প্লেয়িং দেশ না হলেও আফগান ক্রিকেটারদের নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস শনিবার (১৭ সেপ্টেম্বর) মিরপুরে সংবাদমাধ্যমকে জানান, ‘আমরা আফগানিস্তানকে ইংল্যান্ডের মতোই নিরাপত্তা দেবো। ভিভিআইপিরা যে লেভেলের নিরাপত্তা পায় আমরা সে ধরনের নিরাপত্তা দেবো তাদের। ’

খেলা দেখতে মিরপুরে আসা দর্শকদের গেটে প্রবেশের আগেই চেকিং করা হবে বলে জানান জালাল ইউনুস, ‘আগে দর্শকরা বিভিন্ন গেট দিয়ে ঢুকতো তবে, শুধু মেইন গেটে ঢোকার পর তাদের চেক করা হতো। এবার সেটা আরও অনেক আগে থেকেই হবে। ফিজিক্যাল চেকটা স্টেডিয়ামের প্যারামিটারের বেশ কিছু আগে থেকেই করা হবে। বিশেষ করে যারা ব্যাগ আনবেন, এমনকি সাথে যদি অন্য কিছুও আনেন। এই প্রি-চেক গেটের অনেক আগে থেকেই হয়ে যাবে। ’

আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজের টিকিট ছাপা হয়ে গেছে বলে জানান বিসিবির এ পরিচালক, ‘আফগানিস্তান সিরিজের টিকিট ছাপা হয়ে গেছে। খুব শিগগিরই একটা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন কবে থেকে টিকিট ব্যাংকে ছাড়া হবে। গত জুনে টিকিট রাইটসের স্পন্সরের মেয়াদ শেষ হয়ে গেছে, তাই আমরা এগুলোর টেন্ডার করেছিলাম। এটি এখন চূড়ান্ত হয়ে গেছে। নতুন একটি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে স্পন্সর খোঁজার। টিকিটের জন্য স্পন্সর দরকার, এই স্পন্সরের জন্য আমরা অপেক্ষা করছি। আজ-কালকের মধ্যে ফাইনাল হয়ে গেলেই টিকিট ছেড়ে দেবো। ’

অন্য যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশে এখন সিরিজ আয়োজন সবচেয়ে চ্যালেঞ্জের কিনা-এমন প্রশ্নে জালাল ইউনুস বলেন, ‘দেখেন এর আগেও আমরা এমন পরিস্থিতি সামলেছি। ২০১৪ সালে এশিয়া কাপ, শ্রীলঙ্কা সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। অনেক দল ছিল তখন। আর সব কিন্তু ব্যাক টু ব্যাক হয়েছে। শ্রীলঙ্কা সিরিজ শেষ হয়েছে তো এশিয়া কাপ শুরু হয়ে গেছে, এশিয়া কাপ শেষ, এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ। সময় কিন্তু হাতে ছিল না। তাই আমরা এতে ভীত নই। আমরা সম্পূর্ণ প্রস্তুত। এখানে ফুল প্রুফ নিরাপত্তা থাকবে। ভবিষ্যতেও কোনো ছাড় দেব না। যেভাবে পরিকল্পনা করেছি সেভাবেই কাজ করে যাবো। ’ 

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।