ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফিরতে মরিয়া ‘বুমবুম’ আফ্রিদি, নাছোড়বান্দা পিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
ফিরতে মরিয়া ‘বুমবুম’ আফ্রিদি, নাছোড়বান্দা পিসিবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: জাতীয় দলের দরজা হয়তো বন্ধই হয়ে গেছে পাকিস্তানের সিনিয়র ক্রিকেটার শহীদ আফ্রিদির জন্য। শেষবারের মতো বিশেষ উপায়ে জাতীয় দলের হয়ে মাঠে ফেরার সুযোগ চেয়েছিলেন তিনি।

তবে, তার সেই ইচ্ছে পূরণ করতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সরাসরি তারা জানিয়ে দিয়েছে, আসন্ন সিরিজে ফেরার কোনো সুযোগই নেই ‘বুমবুম’ আফ্রিদির।

ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সি গায়ে দেওয়ার সুযোগ হয়নি আফ্রিদির। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির পর বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচকরা আফ্রিদিকে রাখেননি।

তাতে পাকিস্তানের সিনিয়র এই অলরাউন্ডার টি-টোয়েন্টি থেকেও অবসরের ইঙ্গিত দেন। বোর্ডের কাছে শেষবারের মতো একটি ম্যাচ খেলা অবস্থায় মাঠ থেকে বিদায় নিতে চান বলেও গুঞ্জন উঠেছিল।

আগামী ২৩, ২৪ আর ২৭ সেপ্টেম্বর দুবাই স্টেডিয়ামে বর্তমান টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে পাকিস্তান। ইতোমধ্যেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি।

পাকিস্তানের টি-টোয়েন্টি দল:
সরফরাজ আহমেদ (অধিনায়ক), শারজিল খান, খালিদ লতিফ, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, হাসান আলী, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, সোহেল তানভির, মোহাম্মদ নওয়াজ, শোয়েব মালিক, উমর আকমল, সাদ নাসিম, রুম্মান রইস।

পাকিস্তান দলের জাতীয় নির্বাচক কমিটির এক সদস্যের বরাত দিয়ে পাকিস্তানি মিডিয়া জানায়, আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে নিজের বিদায়ী ম্যাচ খেলার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে কথা বলেছেন ৩৬ বছর বয়সী আফ্রিদি। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তটি নিতে পারেন পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান। চিকিৎসা শেষে তিনি মাত্রই লন্ডন থেকে দেশে ফিরেছেন। দল নির্বাচন সংক্রান্ত সব দায়-দায়িত্ব নির্বাচক কমিটির ওপর। নির্বাহী কমিটির প্রধান নাজাম শেঠিও রয়েছেন ছুটিতে। যে কারণে নির্বাচক কমিটিই এখন এ বিষয়ে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আর তারা চাইছে না আফ্রিদিকে বিশেষ উপায়ে কোনো সুযোগ দেবার।

বোর্ডের কাছ থেকে ভালো একটি বিদায়ের সুযোগ পেতে হলে ১৫ সদস্যের ঘোষিত দলটি ১৬ সদস্যের হতে পারতো। তবে, সেটি আপাতত আর হচ্ছে না, হচ্ছে না বারবার অবসরের কথা বলে আফ্রিদির ফিরে আসা।

পাকিস্তানকে সর্বোচ্চ ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন আফ্রিদি। যেখানে তার দল জিতেছিল ১৯টি ম্যাচ আর হেরেছিল ২৩টি ম্যাচ। একটি ম্যাচ ড্র হয়েছিল। তার নেতৃত্বে পাকিস্তান জিতেছে ৪৫.৩৪ শতাংশ ম্যাচ। বাংলাদেশে আয়োজিত এশিয়া কাপ টি-টোয়েন্টি ও ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সমালোচনায় বিদ্ধ হয়ে অধিনায়কত্ব ছাড়েন তিনি। দুই টুর্নামেন্টে তার নেতৃত্বে পাকিস্তান আট ম্যাচের মাত্র তিনটিতে জিতেছিল।

দেশের হয়ে ৯৮ টি-টোয়েন্টি খেলা সাবেক দলপতি শহীদ আফ্রিদিকে হয়তো অপেক্ষায় থাকতে হবে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজের আগ পর্যন্ত। ইতোমধ্যে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েন আফ্রিদি।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।