ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বোথাম-ইমরান-হ্যাডলিদের থেকেও প্রতিভাবান সাকিবরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
বোথাম-ইমরান-হ্যাডলিদের থেকেও প্রতিভাবান সাকিবরা

ঢাকা: ক্রিকেট ইতিহাসের বিশ্বসেরা অলরাউন্ডারদের মধ্যে অন্যতম ছিলেন ভারতের কিংবদন্তি কপিল দেব। ১৯৮৩’র বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক নির্দিষ্ট কোনো ক্রিকেটারের নাম না বললেও তার মতে, বর্তমানের সেরা অলরাউন্ডাররা তার থেকেও বেশি প্রতিভাবান।

 

বর্তমানে আইসিসির প্রকাশিত র‌্যাংকিংয়ে সাকিব আল হাসান, রবিচন্দ্রন অশ্বিন কিংবা গ্লেন ম্যাক্সওয়েল অলরাউন্ডার তালিকায় শীর্ষে থাকছেন। এক সময় এই তালিকায় অফিসিয়ালি শীর্ষস্থানে না থাকলেও এগিয়ে থাকতেন কপিল দেব, ইয়ান বোথাম, ইমরান খান, রিচার্ড হ্যাডলিরা।

ক্রিকেটের সর্বকালের সেরা এই অলরাউন্ডারদের সঙ্গে যদিও সাকিব-অশ্বিন-ম্যাক্সওয়েলদের তুলনা করতে রাজী নন কপিল। ৫৭ বছর বয়সী এই ক্রিকেট কিংবদন্তির মতে, তাদের থেকেও বেশি প্রতিভাবান বর্তমানের সেরা অলরাউন্ডাররা।

তিনি জানান, ‘এই তরুণেরা অনেক বেশি প্রতিভাবান। আমি মনে করি একজন ক্রিকেটারকে সেরা অলরাউন্ডার ঘোষণা করার আগে সকলের উচিৎ তাকে অন্তত ৫০টি টেস্ট ম্যাচে দেখা। দুই-একটা সিরিজ শেষেই কোনো ক্রিকেটারকে অলরাউন্ডার বানিয়ে দেওয়াটা অন্যায়। ’

বর্তমান অলরাউন্ডারদের প্রতিভার প্রতি সম্মান জানিয়ে কপিল আরও যোগ করেন, ‘ইমরান, হ্যাডলি, বোথাম ও আমার উচিত নিজেদের সময় ভুলে বর্তমানের দিকে চোখ মেলে তাকানো। বর্তমানে যারা আছে, তারা আমাদের চেয়ে অনেক ভালো করছে। আমাদের উচিত এই প্রজন্মকে সম্মান করা। ’

বর্তমান প্রজন্মের সেরা অলরাউন্ডার কে? এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে নির্দিষ্ট কাউকে সেরা বলেননি ভারতের প্রথম বিশ্ব শিরোপা জয়ী দলপতি কপিল, ‘মনে হয় আমিই শেষ সেরা অলরাউন্ডার (মজার ছলে)। এটা খুবই অন্যায় হবে, নির্দিষ্ট কাউকে সেরা বলে ঘোষণা দেওয়া। বর্তমানের অলরাউন্ডারদের মধ্যে কাউকে আলাদা করে ইমরান, হ্যাডলি ও বোথামদের দলে ফেলাও ঠিক হবে না। ’

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ১৮ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।