ঢাকা: ২০১৫ বিশ্বকাপ থেকে ওয়ানডে ক্রিকেটে বদলে যাওয়ার শুরু বাংলাদেশের। এরপর পুরো বছর জুড়েই এসেছে বড় বড় সাফল্য।
বাংলাদেশের গত দেড় বছরে আসা সাফল্যের সব গল্পই জানা সাকিব-তামিমদের ব্যাটিং পরামর্শক হয়ে আসা থিলান সামারাবীরার।
রোববার (১৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের সঙ্গে কাজ শুরু করেছেন এ শ্রীলঙ্কান। মিরপুরে প্রথম দিনের অনুশীলন সেরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন সামারাবীরা। গত দেড় বছরে বাংলাদেশের সাফল্যগাঁথা উঠে আসে তার কথায়, ‘গত ১৮ মাসে বাংলাদেশ দল অনেক বদলে গেছে। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠা, হোম কন্ডিশনে পর পর তিনটা সিরিজ জয়। যোগ্যতা দেখিয়ে এশিয়া কাপের ফাইনাল খেলা। সব কিছুই দারুণ হচ্ছে বাংলাদেশের। সব দিক থেকেই উন্নতি করছে দলটা। ’
‘তরুণরাও দুর্দান্ত পারফরম্যান্স করছে। সৌম্য সরকার, সাব্বির রহমানরা ম্যান অব দ্য ম্যাচ হচ্ছে, ম্যান অব দ্য সিরিজ হচ্ছে। তারা অবদান রাখছে দলের হয়ে। এটা খুব ভালো দিক বাংলাদেশের ক্রিকেটের জন্য। ’-যোগ করেন সামারাবীরা।
আসন্ন আফগানিস্তান ও ইংলান্ড সিরিজ পর্যন্ত ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন সাবেক এ শ্রীলঙ্কান ক্রিকেটার। বাংলাদেশের সঙ্গে স্বল্প মেয়াদে না দীর্ঘমেয়াদে কাজ করবেন সেটি নির্ভর করবে আসন্ন সিরিজ দুটির উপর-এমনটা জানান সামারাবীরা।
বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
এসকে/এমআরপি