ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আফগানদের বিপক্ষে খেলার আশায় তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
আফগানদের বিপক্ষে খেলার আশায় তামিম ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইমরুল-সৌম্য, সাকিব-মুশফিকরা যখন শের-ই-বাংলা স্টেডিয়ামে ব্যাট হাতে অনুশীলনে নামলেন তামিম ইকবাল তখন মাঠের সীমানায় রানিং করে যাচ্ছেন। আঙ্গুলে চোট থাকায় মনে হচ্ছিলো ব্যাট হাতে নেয়ার অবস্থাতে নেই জাতীয় দলের এ ওপেনার।



সবার ব্যাটিং অনুশীলন যখন শেষ পর্যায়ে, তখন ব্যাট হাতে অনুশীলনে নেমে সবাইকে অবাকই করলেন তামিম। একটু-আধটু নয়; প্রায় ঘণ্টাখানেক নেটে ব্যাট চালালেন আক্রমণাত্মক মেজাজে।

অনুশীলন শেষে নিজেই জানালেন, আঙ্গুলে ব্যথা নেই। তামিমের আশা আফগানিস্তানের বিপক্ষে খেলার, ‘সব কিছু নির্ভর করছে আমার উপর। আজ ব্যাটিং করলাম সমস্যা হয়নি। এভাবে থাকলে আমার মনে হয় আফগানিস্তান সিরিজে খেলতে আমার কোনো সমস্যা হবে না। ’

গত ২৭ আগস্ট অনুশীলন করতে গিয়ে বাঁহাতের আঙ্গুলে চোট পান তামিম। এমআরআই করা হলে আঙ্গুলে চিঁড় ধরা পড়ে। চার সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দেন বিসিবির চিকিৎস দেবাশীস চৌধুরী। চার সপ্তাহ না পেরোতেই ব্যাট হাতে অনুশীলন করলেন তামিম। এখন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার অপেক্ষায় দেশসেরা এ টাইগার ওপেনার।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।