ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বুধবার বিকেলে আসছে আফগানরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
বুধবার বিকেলে আসছে আফগানরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকায় আসছে আফগানিস্তান ক্রিকেট দল। বিসিবি সূত্রে জানা গেছে, ভারত থেকে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে এ দিন বিকেল ৪টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে আফগান ক্রিকেটাররা।

বাংলাদেশে সফরে আসার আগে ভারতে ক্যাম্প করছে আফগানিস্তান।

প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসে একটি প্রস্তুতি ম্যাচ পাবে আফগানরা। আগামী ২৩ সেপ্টেম্বর বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।

আগামী ২৫, ২৮ সেপ্টেম্বর এবং ০১ অক্টোবর ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে শের-ই-বাংলা স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই দিবারাত্রির।  

এই সিরিজ দিয়ে দেশের মাটিতে দীর্ঘ ১০ মাস পর ওয়ানডেতে নামবে টাইগাররা। আফগানিস্তান সিরিজ শেষ হওয়ার আগেই ঢাকায় আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। আসন্ন সিরিজ দুটি সামনে রেখে মিরপুরে কঠোর অনুশীলন করে যাচ্ছে মাশরাফি-মুশফিকরা।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।