ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

পুনর্বাসনে ভয় নেই মোস্তাফিজের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
পুনর্বাসনে ভয় নেই মোস্তাফিজের

ঢাকা: কাঁধের চোট থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে মোস্তাফিজুর রহমানের। অস্ত্রোপচার মানেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যদিয়ে যাওয়া।

মোস্তাফিজ আছেন সে প্রক্রিয়ার মধ্যেই। লন্ডন থেকে ঢাকায় ফেরার পর প্রথম ধাপের চার সপ্তাহ হালকা কাজ করে গেছেন।

গত ৮ সেপ্টেম্বর শেষ হয়েছে পুনর্বাসনের প্রথম ধাপ। মাঝে ঈদুল আজহার ছুটির কারণে দ্বিতীয় ধাপ শুরু করা যায়নি। গ্রামের বাড়ি সাতক্ষীরা থেকে ঢাকায় ফিরেছেন কাটার মাস্টার। ২-১ দিনের মধ্যে শুরু হবে পুনর্বাসন প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ।

এই ধাপে কঠোর অনুশীলনের মধ্যদিয়ে যেতে হবে মোস্তাফিজকে। তবে পুনর্বাসনের অতীত অভিজ্ঞতা থাকায় ভয় পাচ্ছেন না এ তরুণ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে মোস্তাফিজ জানান সব কিছু ঠিকঠাকই হচ্ছে, ‘অস্ত্রপচারের পর ডাক্তার দেখেছিলো। ওখান থেকে ৬ সপ্তাহের মতো পার হয়েছে। যেভাবে বলেছে সেভাবেই কাজগুলো করছি। সবকিছু ভালোর দিকেই যাচ্ছে। পুনর্বাসন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা আছে। তাছাড়া অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইনজুরিতে পরে এই প্রক্রিয়ার ভেতর দিয়ে গিয়েছি। এ বিষয়ে আমার অভিজ্ঞতা রয়েছে। ’

মোস্তাফিজ আরও জানান, ‘২-১ দিনের ভেতর দ্বিতীয় ধাপের পুনর্বাসন শুরু হবে। পুরো প্রক্রিয়ার সঙ্গে বায়েজিদ (বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান) ভাই যুক্ত আছেন। তিনি আমাকে জানাবেন কিভাবে কাজগুলো হবে। ’

লন্ডনে মোস্তাফিজুর রহমানের কাঁধে অস্ত্রোপচার সম্পন্ন হয় গত ১১ আগস্ট। সাসেক্সের হয়ে কাউন্টিতে খেলতে গিয়ে কাঁধের ইনজুরিতে পড়েন এ বাঁহাতি পেসার।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।