ঢাকা: বর্তমান টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে লড়বে পাকিস্তান। আইসিসির বর্তমান র্যাংকিংয়ে এক নম্বরে নিউজিল্যান্ড আর দুই নম্বরে ভারত।
আসন্ন সিরিজে তাই দেখা হচ্ছে র্যাংকিংয়ের তিন ও সাত নম্বরে থাকা দুই দলের। তবে, সেটিকে প্রাধান্য দিচ্ছেন না ক্যারিবীয় স্পিনার স্যামুয়েল বদ্রি। তার মতে, দুর্দান্ত লড়াই হবে দুই দলের।
সবশেষ প্রকাশিত টি-টোয়েন্টির সেরা বোলার ক্যাটাগরিতে শীর্ষে থাকা ক্যারিবীয় লেগ স্পিনার বদ্রি জানান, ‘পাকিস্তান খুবই বিপদজনক দল। যেকোনো মুহূর্তে যেকোনো প্রতিপক্ষকে তারা গুঁড়িয়ে দিতে সক্ষম। তাদের দিনে তারাই সেরা। আমরা নিজেদের সেভাবেই মেলে ধরবো। আশা করছি জমজমাট একটি সিরিজ দেখবে ক্রিকেট বিশ্ব। ’
এই সিরিজকে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বলে জানান বদ্রি। তার মতে, ‘আমরা প্রতিটি বিশ্বসেরা দলকেই সম্মান করি। আমাদের যেকোনো প্রতিপক্ষকে সম্মান জানাই। পাকিস্তানের ক্ষেত্রেও আমি একই কথা বলবো। তাদের প্রতি সম্মান রেখেই বলছি আমরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। পাকিস্তান খুব বিপদজনক দল হলেও আমরা প্রস্তুত। ছেড়ে কথা বলবে না ক্যারিবীয়রা। ’
নিজের দল প্রসঙ্গে বলতে গিয়ে বদ্রি যোগ করেন, ‘আমাদের দলে নতুন কিছু ক্রিকেটার এসেছে, যারা বয়সে তরুণ। তাদের থেকে হয়তো কিছু ক্রিকেটারের অভিষেক ঘটবে এই সিরিজে। তারপরও আমি বলবো সিরিজে জেতার জন্যই আমরা সফরে যাচ্ছি। আর নিজেদের বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে এক নম্বরেই রাখছি। ’
ইতোমধ্যেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। আগামী ২৩, ২৪ আর ২৭ সেপ্টেম্বর দুবাই স্টেডিয়ামে লড়বে দুই দল। এরপর তিন ম্যাচ ওয়ানডে আর তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দল দুটি।
পাকিস্তানের টি-টোয়েন্টি দল:
সরফরাজ আহমেদ (অধিনায়ক), শারজিল খান, খালিদ লতিফ, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, হাসান আলী, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, সোহেল তানভির, মোহাম্মদ নওয়াজ, শোয়েব মালিক, উমর আকমল, সাদ নাসিম, রুম্মান রইস।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি