ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রস্তুতি ম্যাচের জয় সঙ্গী করে আসছে আফগানরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
প্রস্তুতি ম্যাচের জয় সঙ্গী করে আসছে আফগানরা ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকায় আসছে আফগানিস্তান ক্রিকেট দল। তার আগে নিজেদের বেশ ভালোভাবে ঝালিয়ে নিয়েই বাংলাদেশে পা রাখছে দলটি।

বাংলাদেশে সফরে আসার আগে ভারতে ক্যাম্প করেছে আফগানিস্তান। সেখানে স্থানীয় উত্তর প্রদেশ ক্রিকেট দলের বিপক্ষে ৩২ রানের জয় পেয়েছে আফগানরা। নিজেদের প্রস্তুতির অংশ হিসেবে ৫০ ওভারের ম্যাচ খেলেছিল আফগানিস্তান।

টস জিতে আগে ব্যাট করে আফগানরা ২৫৯ রান সংগ্রহ করে। জবাবে, ভারতের উত্তর প্রদেশের দলটি ২২৭ রান সংগ্রহ করে অলআউট হয়। ফরিদ হোতাক নামের একজন বোর্ড কর্মকর্তা জানান, আফগানদের হয়ে ইনাম হক, রশিদ আরমান এবং হামজা আফতাব দুটি করে উইকেট নেন।

এর আগে বিসিবি সূত্রে জানা গেছে, ভারত থেকে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে এ দিন বিকেল ৪টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে আফগান ক্রিকেটাররা। তারা সেখানে প্রায় দুই সপ্তাহের জন্য ক্যাম্প করেছে।

প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসে একটি প্রস্তুতি ম্যাচ পাবে আফগানরা। আগামী ২৩ সেপ্টেম্বর বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। আগামী ২৫, ২৮ সেপ্টেম্বর এবং ০১ অক্টোবর ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে শের-ই-বাংলা স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই দিবারাত্রির।

এই সিরিজ দিয়ে দেশের মাটিতে দীর্ঘ ১০ মাস পর ওয়ানডেতে নামবে টাইগাররা। আফগানিস্তান সিরিজ শেষ হওয়ার আগেই ঢাকায় আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। আসন্ন সিরিজ দুটি সামনে রেখে মিরপুরে কঠোর অনুশীলন করে যাচ্ছে মাশরাফি-মুশফিকরা।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।