ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটার আশরাফুলের বাবার দাফন সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
ক্রিকেটার আশরাফুলের বাবার দাফন সম্পন্ন বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রা‏হ্মণবাড়িয়া: ব্রা‏হ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মো. আশরাফুলের বাবা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনের (৭০) দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে আশরাফুলের নিজ গ্রাম মানিকপুর হাফেজ মোহাম্মদুল্লাহ ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আশরাফুলের বাবা আব্দুল মতিন সোমবার রাতে ঢাকার এ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন।

প্রয়াতের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দুধ মিয়া মাস্টার, হোমনা উপজেলা চেয়ারম্যান আজিজুল হক মোল্লা, উপজেলা বিএনপির সহ সভাপতি মাহাবুব হাসান বাবু, নাজমুল হুদা, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, আইয়ুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, বাঞ্ছারামপুর প্রেসক্লাব সভাপতি সাব্বির আহমেদ সুবীর, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সজল প্রমুখ।
মৃতুকালে আব্দুল মতিন স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এর আগে সকাল নয়টায় ঢাকার রামপুরার বনশ্রীতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।