ঢাকা: বাংলাদেশের বোলিং কোচ হিসেবে চুক্তি সইয়ের পরই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) নির্বাচক প্যানেল থেকে সরে দাঁড়ান কোর্টনি ওয়ালশ। এবার তার জায়গায় নির্বাচক পদে লকহার্ট সেবাস্তিয়েনকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে ক্যারিবীয় বোর্ড।
গত মাসের শেষদিকে টাইগারদের বোলিং কোচের দায়িত্ব কাঁধে নেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ও ক্যারিবীয় বোলিং গ্রেট ওয়ালশ। চুক্তির মেয়াদ ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। তার আগে তিনি নিজ দেশের জাতীয় দলের নির্বাচক ভূমিকায় ছিলেন।
খেলোয়াড়ী জীবনে ডমিনিকার সাবেক ওপেনিং ব্যাটসম্যান ছিলেন সেবাস্তিয়েন। বিগত কয়েক দশক ধরে তিনি ডব্লিউআইসিবি’র মধ্যে বিভিন্ন পদে কাজ করেছেন। গত ১২ বছর উইন্ডওয়ার্ড আইসল্যান্ডস টিম পরিচালনা করেন। এমনকি, গত ১০ বছর তিনি উইন্ডওয়ার্ড আইসল্যান্ডস বোর্ডের ডিরেক্টর পদে দায়িত্ব পালন করেন।
শুধু তাই নয়, ২০১৩ ও ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের কোচ ছিলেন ৬০ বছর বয়সী সেবাস্তিয়েন।
বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
এমআরএম