ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ড সফরের প্রস্তুতির জন্য সাত দলের বিপিএল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
নিউজিল্যান্ড সফরের প্রস্তুতির জন্য সাত দলের বিপিএল ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিপিএলের গত আসরে অংশ নিয়েছিল ছয়টি দল। এর মধ্যে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সিলেট সুপারস্টার বহিষ্কার হওয়ায় তারা অংশ নিতে পারছে না এবারের আসরে।

তবে নতুন করে যোগ হচ্ছে খুলনা ও রাজশাহী। অর্থাৎ ০৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের চতুর্থ আসরে অংশ নেবে মোট সাতটি দল।

সংখ্যাটা আরও বাড়তে পারতো। কেননা, বিপিএলের চতুর্থ আসরে অংশ নিতে আগ্রহী ছিল আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। ডাবল লিগ পদ্ধতির এ আসরে দল বাড়ানো মানে ম্যাচও বেড়ে যাওয়া। আর তাতে সমস্য হতো ডিসেম্বের-জানুয়ারিতে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের যথাযথ প্রস্তুতিতে।

বিপিএল শেষ হবে ৭ অথবা ৮ ডিসেম্বর। ৯ ডিসেম্বর নিউজিল্যান্ড সফরের প্রস্তুতির জন্য ১০ দিনের ক্যাম্প করতে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা টাইগারদের। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার আবহাওয়া মোটামুটি একই রকম। তাই হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের ইচ্ছা অস্ট্রেলিয়ায় ক্যাম্প করার। তাইতো বিপিএলে দল ও ম্যাচ বাড়ানোর মতো পর্যাপ্ত সময় পাওয়া যাবে না।  

বিপিএলের তৃতীয় আসর শেষে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল পরের আসরে অংশ নেবে আটটি দল। এবার সেটি সম্ভব হচ্ছে না মূলত জাতীয় দলের নিউজিল্যান্ড সফরের প্রস্তুতির জন্যই।

এ ব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বুধবার (২১ সেপ্টেম্বর) মিরপুরে সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের কাছে অনেক টিমই আগ্রহ দেখিয়েছে বিপিএলে টিম নেয়ার জন্য। আপনারা জানেন বাংলাদেশ টিম নিউজিল্যান্ডে খেলতে যাবে। ওখানে যাওয়ার আগে আমাদের ক্যাম্প আছে অস্ট্রেলিয়ায়। এ জন্য সময় কম। তাই এ বছর সাতটা টিম নিয়েই আমরা বিপিএল করছি। আটটা টিম হলে ম্যাচ অনেক বেড়ে যেত। ’

প্রসঙ্গত, এক মাসের নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল খেলবে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ২১ সেপ্টেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।