ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ-আফগানিস্তান টিকিটের মূল্য নির্ধারণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
বাংলাদেশ-আফগানিস্তান টিকিটের মূল্য নির্ধারণ

ঢাকা: বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজকে সামনে রেখে টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তালিকা অনুযায়ী গ্র্যান্ড স্ট্যান্ড উত্তর/দক্ষিণ ১০০০ টাকা, ভিআইপি গ্যালারি ৫০০ টাকা, শহীদ মোস্তাক/জুয়েল গ্যালারি ৩০০ টাকা, নর্থ/দক্ষিণ গ্যালারি ১৫০ টাকা ও পূর্ব গ্যালারি ১০০ টাকা।

এখন থেকেই ক্রিকেটপ্রেমীরা টিকিট সংগ্রহ করতে পারবেন সহজ.কম থেকে। এছাড়াও ম্যাচের দিন মিরপুর ইনডোর স্টেডিয়ামের গেট থেকেও টিকিট কেনা যাবে।

ক্রেতারা টিকিট কিনতে পরবেন ক্রেডিট কার্ড দিয়ে। কোনো ক্যাশ পেমেন্টে থাকছে না। একজন ক্রেতা সর্বোচ্চ তিনটি টিকিট কিনতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য লাগবে জাতীয় পরিচয় পত্র ও মোবাইল নাম্বার। টিকিট সংগ্রহ করতে যেতে হবে পিক আপ পয়েন্ট অর্থাৎ যেখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। পয়েন্টে গিয়ে মোবাইল নাম্বারটি দিতে হবে। নাম্বার ম্যাচ করলেই ক্রেতাকে টিকিট দেয়া হবে।

ঢাকায় অবস্থিত লোটোর সাতটি আউটলেটকে পিক আপ পয়েন্ট হিসেবে নির্ধারিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।