ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

আস্থার প্রতিদান দিলেন মোসাদ্দেক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
আস্থার প্রতিদান দিলেন মোসাদ্দেক মোসাদ্দেক হোসেন সৈকত-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা থেকে: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে বর্তমান সময়ে জায়াগা করে নেওয়া মানে বড় কিছুই। আর সেটাই করে দেখিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

শত তারকার মাঝে আসন্ন আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ১৩ সদস্যের দলে সুযোগ পান তিনি। আর সুযোগ পেয়ে নির্বাচকদের আস্থার প্রতিদানও দিলেন তরুণ এ ব্যাটসম্যান।

ফতুল্লায় শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিসিবি একাদশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে নামে আফগানরা। ম্যাচে কায়েস, বিজয় ও সাব্বিরদের নিয়ে গড়া দলটি অবশ্য ৬৬ রানে হেরে যায়। সফরকারীদের ২৩৩ রানের জবাবে ১৬৭ রানে শেষ হয় বিসিবির ইনিংস।

জাতীয় দলের আদলে গড়া বিসিবি দলের বাজে ব্যাটিংয়ের কারণে এদিন হারের মুখ দেখতে হয়। তবে স্বাগতিকদের হয়ে ব্যাটিংয়ে একাই আলো কেড়ে নেন মোসাদ্দেক। করেন সর্বোচ্চ ৭৬ রান। ৯৭ বলে পাঁচ চার ও তিন ছক্কায় খেলেন আগ্রাসী এক ইনিংস। আর এমন ইনিংসের পর হয়তো প্রথমবারের মতো ওয়ানডেতে টাইগারদের হয়ে একাদশে অভিষেক হতে পারে একটি টি-টোয়েন্টি খেলা মোসাদ্দেকের।

এর আগে গত বছরের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক হয়েছিল মিডলঅর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকতের। এছাড়া এই মৌসুমে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেই জায়গা পেয়েছেন জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে। ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে আবাহনী লিমিটেডের হয়ে খেলেছেন সৈকত। ১৪ ম্যাচ খেলে ৬২২ রান করেছেন তিনি। ব্যাটিং গড়ও বেশ ভালো, ৭৭.৭৫।

ডিপিএলের আসরে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে আবাহনীর শিরোপা জয়ের পথে এগিয়ে যাওয়ার ম্যাচে ব্যাটিংয়ের পর বোলিংয়ে নৈপুণ্য দেখিয়ে দলকে জিতিয়েছেন মোসাদ্দেক। ৫৫ বলে ৭৩ রানের ঝকঝকে এক ইনিংস খেলার পর বল হাতে নিয়েছেন পাঁচ উইকেট। দলের জয়ে দুই দিক থেকেই ভূমিকা রাখায় লিগে তৃতীয়বারের মতো তার হাতে ম্যাচ সেরার পুরস্কার ওঠে।

শিরোপা কাছে যেতে পরের ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে খেলেছিলে ৭৮ রানের ইনিংস। এছাড়া, তার ব্যাট থেকে এসেছিল অপরাজিত ৬৪, অপরাজিত ৫৭, ৪৭ ও ৪২ রানের দুর্দান্ত সব ইনিংস।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।