ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

নিজের ওপরের চাপ কেটে গেছে: তাসকিন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
নিজের ওপরের চাপ কেটে গেছে: তাসকিন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য বাংলাদেশের দুই বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানির পরীক্ষা দেন গত ৮ সেপ্টেম্বর। তার ঠিক ১৪ দিন পর এলো ফলাফল।

দুজনই পেলেন সুখবর। এ দুই বোলারের বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করেছে আইসিসি।

বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরে গেছেন তাসকিন ও সানি। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানায় আইসিসি।

নিজের প্রতিক্রিয়ায় তাসকিন জানান, ‘আমি এই দিনটির অপেক্ষাতেই ছিলাম। নিজের পারফর্মে আগের থেকে আরও ভালো করার ইচ্ছে পোষণ করছি। বোলিংয়ের ধার আরও বেড়ে গেছে। সামনের ম্যাচগুলোতে আশা করছি ভালো করবো। ’

টাইগার এই পেসার আরও যোগ করেন, নিজের ওপর যে চাপ ছিলো তা এ মুহূর্তে কেটে গেছে।  

তাসকিন-সানিকে বেশ সময় নিয়েই বোলিং পরীক্ষার জন্য অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ন্যাশনাল ক্রিকেট একাডেমির ল্যাবে পাঠায় বিসিবি। এর আগে বোলিং অ্যাকশন রিভিউ কমিটির অধীনে বোলিং পরীক্ষা দেন এ দুই বোলার। সেখানে কোচরা সন্তুষ্টি প্রকাশ করেন এ দুই বোলারের অ্যাকশন নিয়ে।

এ সংক্রান্ত খবর আরও পড়ুন
** তাসকিন ও সানির অ্যাকশন বৈধ ঘোষণা
** আফগান সিরিজেই ঢুকছেন তাসকিন, জানালেন নান্নু


ভারতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে তাসকিন আহমেদ ও আরাফাত সানির বিরুদ্ধে। পরে চেন্নাইয়ের ল্যাবে পরীক্ষায় আম্পায়ারদের সন্দেহ সত্যি প্রমাণিত হলে তাসকিন-সানি আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় পড়েন। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পরীক্ষা তারা দিয়েছেন একসঙ্গেই।

আইসিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশের দুই বোলারের কনুইয়ের বাঁক এখন গ্রহণযোগ্য (১৫ ডিগ্রি) মাত্রার মধ্যে আছে। তাই আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে আর কোনো বাধা নেই দুজনের। ’

এখন থেকে আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে আর বাধা নেই দুজনের। তাসকিনের ইতিবাচক ফলাফলের দিকে দৃষ্টি রেখেই আফগানদের বিপক্ষে ১৩ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। এবার স্কোয়াডের ১৪তম সদস্য হিসেবে বাংলাদেশ দলে আসছেন তাসকিন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি/এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।