ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

উইকেট বুঝে খেলতে পেরে খুশি মোসাদ্দেক

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
উইকেট বুঝে খেলতে পেরে খুশি মোসাদ্দেক ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা থেকে: আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হারের ম্যাচে ৭৬ রানের অসাধারণ এক ইনিংস খেলে আলো কেড়েছেন বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকত। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের স্লো উইকেটে আজ ব্যাট করা একটু কঠিনই ছিল ব্যাটসম্যানদের জন্য।

তার উপর ২৩৪ রানের টার্গেটে নেমে ৩৯ রানের মধ্যে ইমরুল-এনামুল-সাব্বির-লিটনদের সাজঘরে ফেরার দৃশ্য আরও চাপে রেখেছিল মোসাদ্দেককে।  

যদিও চাপকে জয় করে একটু সময় নিয়ে ধীরে ধীরে উইকেটে সেট হয়ে মাঠের চারপাশে নান্দনিক শট খেলে মোসাদ্দেক মুগ্ধ করেছেন স্টেডিয়ামে আসা হাজার পাঁচেক দর্শককে। ৯৭ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৭৬ রান করেন এ ডানহাতি ব্যাটসম্যান।  

নিজেকে প্রমাণের ম্যাচে উইকেট বুঝে খেলতে পেরে দারুণ খুশি মোসাদ্দেক, ‘আমি যেটা বুঝতে পারছি এখানে রান করার চেয়ে উইকেট রিড করা আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। উইকেটটা একটু কঠিন ছিল। একটু লো ছিল, একটু টার্নিং ছিল। আমি সেটা বুঝে খেলতে পেরেছি। এটাই আমার কাছে অনেক বড় কিছু। ’

ব্যাটিংয়ে আলো ছড়িয়েও আফগানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৬৬ রানের হারে কিছুটা হতাশ মোসাদ্দেক, ‘আমরা যখন একটা ম্যাচ খেলতে নামি, তখন জেতার চিন্তা করেই নামি। কিন্তু দিন শেষে যখন ম্যাচটা হেরে যাই তখন সে আনন্দটা আর থাকে না। যদি ম্যাচটা জিতি তাহলে ২০/৩০ করলেও একটা মজা থাকে। এখন হেরে গেছি সবাই একটু হতাশ। ’

আফগানদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেই বাংলাদেশ দলে অভিষেক হওয়ার জোর সম্ভাবনা মোসাদ্দেকের। চার-পাঁচে ব্যাটিং করতেই পছন্দ করেন এ ব্যাটসম্যান। তবে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান ওয়ানডেতে এ দুটি পজিশনে নিয়মিত ব্যাট করায় মোসাদ্দেক কোন জায়গায় খেলবেন এ নিয়ে এখন আলোচনা। তবে দলের প্রয়োজনে নিচের দিকে ব্যাটিং করতেও আপত্তি নেই মোসাদ্দেকের।  

এ প্রসঙ্গে মোসাদ্দেক টানলেন গত প্রিমিয়ার লিগের উদাহরণ-যেখানে দলের স্বার্থে নিচের দিকে ব্যাট করেও সফল হয়েছেন তিনি, ‘আমি আসলে চার/পাঁচে ব্যাটিং করতে পছন্দ করি। তবে দলের প্রয়োজনে যদি নিচে ব্যাটিং করতে হয়, করবো। কারণ প্রিমিয়ার লিগেও আমি নিচে ব্যাট করেছি। উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় ব্যাট করার অভ্যাস আছে আমার। মনে হয় সেটা হ্যান্ডেল করতে পারবো। সাধারণত চার/পাঁচে ব্যাট করি। যদি ওইখানে সুযোগ পাই তাহলে তো খুবই ভালো। ’

গতকাল ঘোষিত হয় আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ১৩ সদস্যের স্কোয়াড। যেখানে একমাত্র নতুন মুখ মোসাদ্দেকই। তাইতো প্রস্তুতি ম্যাচে রান করে নিজেকে প্রমাণের তাগিদ ছিল ২০ বছরের এ তরুণ তুর্কির, ‘একটা খেলোয়াড় যখন আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পায় তখন তার আত্মবিশ্বাসটা একটু অন্যরকম থাকে। আমারও তেমনই ছিল, আমার বিশ্বাসটা একটু এমনই ছিল আমি জাতীয় দলে সুযোগ পেয়েছি। আমাকে প্রমাণ করতে হবে কেন আমি জাতীয় দলে। আমি সেটাই চেষ্টা করেছিলাম। চেষ্টা করেছিলাম শেষ পর্যন্ত খেলার, কিন্তু দুঃখজনকভাবে তা হয়নি। ’

আফগানদের বিপক্ষে ব্যাটে রান পেয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন মোসাদ্দেক। জাতীয় দলের একাদশে সুযোগ এলে ভালো খেলার চেষ্টা করবেন বলে জানান ‘আমি আজকে ব্যাটিং করেছি। আফগানদের বোলিং খেললাম, মনে হয় আমি একটু আত্মবিশ্বাসী। আজ যাদের বিপক্ষে খেললাম ওরাই তো খেলবে। সুযোগ পেলে ভালো করার চেষ্টা করবো। ’

গতবারের জাতীয় লিগে দারুণ ব্যাটিং করে আলোচনায় আসেন ময়মংসিংহের ছেলে মোসাদ্দেক। এরপর গত প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে কয়েকটি ম্যাচ উইনিং ইনিংস খেললে নির্বাচকদের নজড়ে আসেন তিনি। ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করা মোসাদ্দেকের আশা বাংলাদেশের হয়েও একইভাবে পারফর্ম করা।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।