ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়াসিমের ঘূর্ণিতে কুপোকাত ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
ওয়াসিমের ঘূর্ণিতে কুপোকাত ক্যারিবীয়রা ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেসেখেলে জিতেছে পাকিস্তান। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান জিতেছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ক্যারিবীয়রা ১৯.৫ ওভারে অলআউট হওয়ার আগে তোলে মাত্র ১১৫ রান। জবাবে, ৩৪ বল হাতে রেখে ১৪.২ ওভার ব্যাট করে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সরফরাজ আহমেদের পাকিস্তান।

ক্যারিবীয়দের একাই গুড়িয়ে দেন বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিম। ৪ ওভারে ১৪ রান খরচায় তুলে নেন ৫ উইকেট। ওয়াসিমের ঘূর্ণিতে অন্য ব্যাটসম্যানরা কাবু হলেও ক্যারিবীয়দের হয়ে ডোয়াইন ব্রাভো ৫৪ বলে ৫৫ রান করেন। শেষ দিকে ২১ বলে ২১ রান করেন জেরম টেইলর।

এছাড়া, আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

ওপেনার জনসন চার্লস, এভিন লুইস, আন্দ্রে ফ্লেচার, মারলন স্যামুয়েলস, কাইরন পোলার্ড, কার্লোস ব্রাথওয়েইট, সুনীল নারাইন, স্যামুয়েল বদ্রিরা ব্যাট হাতে কোনো ভূমিকাই রাখতে পারেননি।

পাকিস্তানের হয়ে দুটি উইকেট নেন সোহেল তানভীর। এছাড়া, একটি করে উইকেট দখল করেন মোহাম্মদ নওয়াজ এবং হাসান আলি। উইকেটশূন্য ছিলেন সোয়েব মালিক এবং ওয়াহাব রিয়াজ।

১১৬ রানের সহজ টার্গেট সহজে পার হয়ে যায় পাকিস্তান। ওপেনার শারজিল খান ২২ রান করে বদ্রির বলে বোল্ড হলেও দলকে জয়ের পথে নিতে কোনো সমস্যা হয়নি আরেক ওপেনার খালিদ লতিফ এবং বাবর আজমের। লতিফ ৩২ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। আর ৩৭ বলে ৫৫ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন আজম।

বাংলাদেশ সময়: ০৮৫৪ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।