ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

স্বপ্ন দেখতেই পারে আফগানিস্তান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
স্বপ্ন দেখতেই পারে আফগানিস্তান ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘যে কোন জয়ই জয়। প্রস্তুতি ম্যাচে যে জয় আমরা পেয়েছি তা প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে হারাতে আমাদের আত্মবিশ্বাস যোগাবে।

আমরা প্রস্তুতি ম্যাচের এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। বাংলোদেশ একটি টেস্ট খেলুড়ে দেশ। গেল দেড় বছর যাবত তারা নিজেদের মাঠে দারুণ খেলছে। অতএব একথা আমরা খুব সহজেই বলতে পারি, ওদের বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না। তবে আমরা আমাদের শতভাগ দিয়েই খেলবো। ’ বলছিলেন আফগানিস্তান কোচ লালচান্দ রাজপুত।  
 
রোববার (২৫ সেপ্টেম্বর) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারী আফগানদের মুখোমুখি হবে টাইগাররা। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে।
 
শনিবার (২৫ সেপ্টেম্বর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আফগান কোচ বলেন, ‘আমাদের দলের বোলিং আক্রমণ খুবই ভালো। আমাদের বেশ কয়েকজন ভালো মানের মিডিয়াম পেসার ও কয়েকজন ভাল স্পিনারও আছে। ’
 
অবশ্য, শিষ্যদের প্রশংসা না করেও উপায় নেই। কেননা ২৩ সেপ্টেম্বর (শুক্রবার) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে ফরিদ আহমেদ, করিম জান্নাতের মতো মিডিয়াম পেসার ও রশিদ খান, মোহাম্মদ নবীর মতো স্পিনারদের তোপেই বিসিবি একাদশকে ৬৬ রানে হারিয়েছে আফগানিস্তান।

তবে লালচান্দ এও জানেন, ঘরের মাঠে বাংলাদেশকে হারানো সহজ হবে না। তারপরেও হাল ছাড়তে চাইছেন না তিনি। বাংলাদেশের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজে তার শিষ্যরা শতভাগ দিয়ে তবেই জয় নিশ্চিত করতে পারবে বলে বিশ্বাস তার।
 
লালচান্দ কেনই বা বিশ্বাস করবেন না? কেননা পরিসংখ্যানই খোদ আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আফগানদের জয়ের সাক্ষ্য দিচ্ছে।
 
২০১৪ সালে অনুষ্ঠিত এশিয়া কাপে ফতুল্লায় বাংলাদেশকে ৩২ রানে হারিয়েছিল আফগানরা। তাই সিরিজের প্রথম ওয়ানডেতেও স্বাগতিকদের বিপক্ষে সফরকারীরা জয়ের স্বপ্ন দেখতেই পারে। কেননা খেলাটি ক্রিকেট এবং মুহূর্তে বদলে যায় যার চিত্রনাট্য।
 
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।