ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

টিকিটের অপেক্ষায় হাজারো ক্রিকেটপ্রেমী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
টিকিটের অপেক্ষায় হাজারো ক্রিকেটপ্রেমী ছবি:জিএম মুজিবুর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আর মাত্র কয়েক ঘন্টা বাদেই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। সেই ম্যাচ দেখতে মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের পূর্ব গেইটে টিকিটের জন্য অপেক্ষা করছেন হাজারো ক্রিকেটপ্রেমী।

ম্যাচের টিকিট সকাল ১০টায় ছাড়ার কথা থাকলেও রোববার (২৫ সেপ্টেম্বর) আগন্তুক ক্রেতারা এখানে টিকিটের জন্য ভীড় জমিয়েছেন রাত ১টা থেকে।
 
সকালে দর্শকদের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাদের  সংখ্যা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সোহরাওয়ার্দীর গেইট থেকে মিরপুরে রোকেয়া সরনীতে প্রায় ১ থেকে দেড় হাজার দর্শকের ভীড় লক্ষ্য করা যাচ্ছে।

 

তবে দর্শকদের এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা যাচ্ছে। আর ম্যাচ দেখার উদ্দেশ্যে যারা এখানে টিকিট কিনতে এসেছেন তারা সবাই ম্যাচ টিকিট পাবে বলে প্রত্যাশা করছেন।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর, ২০১৬
এইচএল/এমএমএস

**বিরতির চ্যালেঞ্জ উড়িয়ে দুরন্ত শুরুর আশা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।