ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

জাতীয় ক্রিকেট লিগের উদ্বোধনী ম্যাচ শুরুর অপেক্ষায় বগুড়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
জাতীয় ক্রিকেট লিগের উদ্বোধনী ম্যাচ শুরুর অপেক্ষায় বগুড়া ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ১৮তম আসরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেছে। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় এখনো উদ্বোধনী খেলা শুরু করা যায়নি।

উদ্বোধনী ম্যাচে অংশ নেবে ঢাকা মেট্রো ও ঢাকা বিভাগ।  

রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় শহীদ চাঁন্দু স্টেডিয়াম মাঠে বেলুন উড়িয়ে এ আসরের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন ।
 
ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, সিনিয়র ডেপুটি ডিরেক্টর ফিরোজ আলম, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিল্টন আহম্মেদ, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে অতিথিরা দু’দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।

শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল বাংলানিউজকে জানান, বৃষ্টির কারণে মাঠের আউটফিল্ড ভেজা রয়েছে। এজন্য এখনো খেলা শুরু করা যায়নি। ম্যাচ রেফারি রকিবুল হাসানের সিদ্ধান্তের ওপর খেলা শুরুর বিষয়টি নির্ভর করছে বলেও জানান তিনি।  
 
উদ্বোধনী ম্যাচে ঢাকা মেট্রোর হয়ে মার্শাল আইয়্যুব, শামসুর রহমান শুভ, মোহাম্মদ আশরাফুল, মেহরাব হোসেন জুনিয়র, মেহেদী মারুফ, আরাফাত সানি, সাদমান ইসলাম অনিক, আসিফ আহমেদ রাতুল, মো. শহিদ, শহিদুল ইসলাম, আবু হায়দার রনি, জাভেদ হোসেন, জুবায়ের হোসেন লিখন ও সৈকত আলী খেলবেন।
 
অন্যদিকে মোহাম্মদ শরীফ, শুভাগত হোম চৌধুরী, রনি তালুকদার, আব্দুল মজিদ, নাদিফ চৌধুরী, মোশাররফ হোসেন রুবেল, জাহিদুজ্জামান, তাইবুর রহমান, নাজমুল ইসলাম অপু, সাইফ হাসান, জয় রাজ শেখ ইমন, কাজী শাহাদাত হোসেন, মো. আজিম ও মাহবুবুল আলম রবিন ঢাকা বিভাগের হয়ে খেলবেন।
 
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
এমবিএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।