ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হাতে টিকিট, চোখে মুখে তৃপ্তির ঝিলিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
হাতে টিকিট, চোখে মুখে তৃপ্তির ঝিলিক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রায় ৬ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর টিকিট পেয়েছেন হাজারীবাগের রোকন, রামিম ও সোহান। তাইতো খুশিতে আত্মহারা।

যেন বহু আরাধনার কিছু হাতে পেয়েছেন। টিকিট হাতে নিয়ে এক দৌঁড়ে চলে এলেন রোকেয়া সরণীতে, সেখানেই দাঁড়িয়ে তিনবন্ধু শুরু করে দিলেন জয়োল্লাস।

‘অনেক কষ্ট করেছি ভাই। সেই ভোর ৫টা থেকে আমরা তিনবন্ধু লাইনে দাঁড়িয়ে আছি। টিকিট পেয়ে নিশ্চিন্ত। ঝামেলা ছাড়াই খেলা দেখতে পারবো। ১৫০ টাকার টিকিট কিনেছি। দাম বেশি রাখে নাই। ’ বললেন রোকন।

শুধু রামিম কিংবা রোকনই নন, তাদের মতো আরও অনেকেই হাতে পেয়েছেন বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের টিকিট। তাই তাদের মনেও বিরাজ করছে মাঠে বসে টাইগারদের খেলা দেখার বিমল আনন্দ।
 
রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ঘুরে দেখা গেল এখানকার বুথটিতে ছাড়া হয়েছে ১০০ ও ১৫০ টাকার টিকিট। সুলভ মূল্যের হওয়ায় প্রায় সব শ্রেণির ক্রিকেট ভক্তরাই এখান থেকে টিকিট কিনতে পারছেন। এবার আগের সিরিজগুলোর মতো এই সিরিজের টিকিট কিনতে এসে কেউ প্রতারিত হচ্ছেন না।

১০০ কিংবা ১৫০ টাকার টিকিট বিক্রি হচ্ছে নির্ধারিত দামেই। নেই কালোবাজারিদের দৌরাত্মও। তবে কয়েকজন ক্রেতাকে দেখা গেল মধ্যবয়সী নারীদের কাছ থেকে টিকিট নিচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেল, পুরুষদের চেয়ে নারীদের লাইন ছোট হওয়ায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে না থেকে এই সব নারীদের দিয়ে স্বল্প সময়ের ভেতরে টিকিট আনিয়ে নিচ্ছেন ক্রিকেট ভক্তরা। বিনিময়ে তাদের কিছু টাকা দিচ্ছেন।    

এদিকে বরাবরের মতো এবার টিকিট বুথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেনি। এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক চলছে।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।