ঢাকা: ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুফল পেয়ে এসেছেন স্বপ্নের ওয়ানডে দলে। আফগানিস্তানের বিপক্ষে প্রস্ততি ম্যাচে বিসিবি একাদশের হয়ে ৭৬ রানের উজ্জল এক ইনিংস খেলার ধরে নেয়া হচ্ছিল সিরিজের প্রথম ওয়ানডেতেই অভিষেক হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকতের!
তবে সেটি হয়নি।
একাদশে সৌম্য সরকার, ইমরুল কায়েস-এ দুই বাঁহাতি ব্যাটসম্যানের অন্তর্ভূক্তিতে কাটা পড়েছে মোসাদ্দেকের নাম।
দ্বিতীয় ওয়ানডের একাদশে সুযোগ পেলে বাংলাদেশের ১১৯তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক অভিষেক হবে মোসাদ্দেক হোসেন সৈকত। সর্বশেষ বাংলাদেশের ওয়ানডে দলে অভিষেক হয় কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের।
এর আগে ঘরোয়া মৌসুমে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্মই জায়গা জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ করে দেয় মোসাদ্দেককে। ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে আবাহনী লিমিটেডের হয়ে খেলেছেন সৈকত। ১৪ ম্যাচ খেলে ৬২২ রান করেছেন তিনি। ব্যাটিং গড়ও বেশ ভালো, ৭৭.৭৫।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর, ২০১৬
এসকে/এমএমএস