ঢাকা: শৃঙ্ক্ষলাজনিত কারণে গত মার্চের পর থেকে দলের বাইরে ছিলেন। চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ডাক পান ওমর আকমল।
সবশেষ গত বছরের ওয়ানডে বিশ্বকাপে ওয়ানডে টিমে ছিলেন ওমর আকমল। দীর্ঘ সময় পর আবারো একদিনের ম্যাচে মাঠে নামতে যাচ্ছেন ২৬ বছর বয়সী এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
এছাড়াও ওয়ানডে টিমে ফিরেছেন টেস্টের নিয়মিত মুখ আসাদ শফিক। ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই দলে থাকা সামি আসলাম ও উমর গুল বাদ পড়েছেন। ফিটনেস সমস্যায় জায়গায় হয়নি মোহাম্মদ হাফিজের।
শারজায় আগামী ৩০ সেপ্টেম্বর (শুক্রবার) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিবীয়দের মুখোমুখি হবে টিম পাকিস্তান। বাকি দু’টি ম্যাচ মাঠে গড়াবে ২ ও ৫ অক্টোবর। এরপর রয়েছে তিন ম্যাচের টেস্ট সিরিজ। ইতোমধ্যেই এক ম্যাচ হাতে রেখে টি-২০ সিরিজ জিতে নিয়েছেন শোয়েব মালিকরা। ২৭ সেপ্টেম্বর তৃতীয় টি-টোয়েন্টি।
পাকিস্তান স্কোয়াড: আজহার আলী (অধিনায়ক), শারজিল খান, বাবর আজম, আসাদ শফিক, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (সহ-অধিনায়ক), ওমর আকমল, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ নওয়াজ, ইমাদ ওয়াসিম, ইয়াসির শাহ, রাহাত আলী, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, হাসান আলী, সোহেল খান।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
এমআরএম