ঢাকা: প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম ইকবাল। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে রেকর্ডটি হলো এই ওপেনারের।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটির আগে রেকর্ড গড়তে তামিমের মাত্র ১৫ রানের দরকার ছিল। আর এদিন ম্যাচের তৃতীয় ওভারেই করে ফেললেন ৯ হাজার রান।
সব মিলিয়ে ২৪৮ ম্যাচের ২৮৫ ইনিংসে ৯ হাজার রান হলো তামিমের। বাংলাদেশের পক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরি দুটি রেকর্ডই তামিমের। তামিমের পর আন্তর্জাতিক ক্রিকেটে ৮ হাজার ৩২৪ রান সাকিব আল হাসানের। মুশফিকের রান ৭২৭৩। এরপর আছেন মোহাম্মদ আশরাফুল (৬৬৫৫) ও হাবিবুল বাশার (৫১৯৪)। তবে কারও পাঁচ হাজার রান নেই।
আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে তালিকার শীর্ষে আছেন শচীন টেন্ডুলকার। ভারতের ক্রিকেট ঈশ্বর করেছেন ৩৪৩৫৭ রান। ২৮ হাজার ১৬ রান নিয়ে এর পরে আছেন কুমার সাঙ্গাকারা। আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজারের বেশি রান আছে আর তিনজনের। রিকি পন্টিং (২৭৪৮৩), মাহেলা জয়াবর্ধনে (২৫৯৫৭) ও জ্যাক ক্যালিস (২৫৫৩৪)।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস