ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বগুড়ায় ঢাকা মেট্রো ৪৭/২, বৃষ্টিতে শেষ প্রথম দিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
বগুড়ায় ঢাকা মেট্রো ৪৭/২, বৃষ্টিতে শেষ প্রথম দিন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে চলছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ১৮তম আসরের ঢাকা মেট্রো ও ঢাকা বিভাগের মধ্যকার খেলা। এ খেলায় বাগড়া দিয়েছে বৃষ্টি।

সে কারণে প্রথম দিনের খেলা বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় খেলার উদ্বোধন করা হলেও বৃষ্টির কারণে টস হয় বেলা ১২টা ৩৫ মিনিটে। বিকেল সাড়ে ৩টা নাগাদ পর্যন্ত চলে খেলা।  

এই সময়ের মধ্যে ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৭ রান তোলে ঢাকা মেট্রো। এরপর চা বিরতি দেওয়া হলে ঝনঝনিয়ে নামে বৃষ্টি। সে কারণে প্রথম দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় খেলা।  

খেলায় টসে জিতে ঢাকা মেট্রোর অধিনায়ক মার্শাল আইয়্যুব ব্যাট করার সিদ্ধান্ত নেন। ব্যাট হাতে মাঠে নামেন দুই ওপেনার শামসুর রহমান শুভ ও সাদমান ইসলাম অনিক।
 
মাত্র ১১ রান করে ঢাকা বিভাগের মোহাম্মদ শরীফের বলে বোল্ড হয়ে শুভ সাজঘরে ফিরে যান। এরপর মাঠে আসেন আসিফ আহমেদ রাতুল। তিনিও শরীফের বলে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে ১৫ রান করে ফিরে যান।
 
বিকেল ৪টায় শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল বাংলানিউজকে জানান, বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে না আসায় আজকের (২৪ সেপ্টেম্বর) মতো খেলা স্থগিত করার সিদ্ধান্ত জানিয়ে দেন সংশ্লিষ্টরা।
 
এই ম্যাচে ঢাকা মেট্রোর হয়ে মার্শাল, শুভ, অনিক, রাতুল ছাড়াও খেলছেন মোহাম্মদ আশরাফুল, মেহরাব হোসেন জুনিয়র, মেহেদী মারুফ, আরাফাত সানি,  মো. শহিদ, শহিদুল ইসলাম, আবু হায়দার রনি, জাভেদ হোসেন, জুবায়ের হোসেন লিখন ও সৈকত আলী।
 
অপরদিকে ঢাকা বিভাগের হয়ে মোহাম্মদ শরীফ ছাড়াও খেলছেন শুভাগত হোম চৌধুরী, রনি তালুকদার, আব্দুল মজিদ, নাদিফ চৌধুরী, মোশাররফ হোসেন রুবেল, জাহিদুজ্জামান, তাইবুর রহমান, নাজমুল ইসলাম অপু, সাইফ হাসান, জয় রাজ শেখ ইমন, কাজী শাহাদাত হোসেন, মো. আজিম ও মাহবুবুল আলম রবিন ঢাকা বিভাগের হয়ে খেলছেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
এমবিএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।