ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

রাজ্জাকের কীর্তিতে নাম লেখালেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
রাজ্জাকের কীর্তিতে নাম লেখালেন সাকিব ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারে আব্দুর রাজ্জাকের পাশে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। রোববার (২৫ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে এমন কীর্তি গড়েন বিশ্বসেরা অলরাউন্ডার।

নিজের করা প্রথম ওভারেই (ইনিংসে সপ্তম) ওপেনার সাবির নুরিকে (৯) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সাকিব। এর মধ্য দিয়েই তিনি স্পর্শ করেন রাজ্জাকের ২০৭টি উইকেট।

ওয়ানডে ফরম্যাটে টাইগারদের হয়ে দীর্ঘদিন সর্বোচ্চ উইকেট শিকারে শীর্ষে অবস্থান করছিলেন স্পিনার রাজ্জাক। ১৫৩ ম্যাচ খেলে তিনি এ রেকর্ড গড়েছিলেন। মাইলফলক ছুঁতে সাকিবের লাগলো ১৫৮ ম্যাচ। এ তালিকায় তিনে রয়েছেন মাশরাফি বিন মর্তুজা। ২০৫ উইকেট টাইগার দলপতির দখলে।

জাতীয় দলের হয়ে ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় সাকিবের। হারারে স্পোর্টিং ক্লাবের সে ম্যাচে একটি উইকেট লাভ করেছিলেন। তবে ক্রমেই টাইগারদের স্পিন বোলিংয়ে মূল ভরসার নাম হয়ে ওঠেন সাকিব। গত বছরের নভেম্বরে জিম্বাবুইয়ানদের বিপক্ষেই ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট লাভ করেন তিনি। চার উইকেট পেয়েছেন ছয়বার।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।