ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

মোস্তাফিজ নেই বলেই ম্যাচসেরা সাকিব!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
মোস্তাফিজ নেই বলেই ম্যাচসেরা সাকিব! ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: মোস্তাফিজুর রহমান দলে থাকলে ম্যাচ সেরার পুরস্কারের দাবিদার তিনিই থাকবেন-মোস্তাফিজ আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করার পর থেকেই এটি যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে! গত বছরে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে বেশিরভাগ সময়ই ম্যাচসেরার পুরস্কার উঠেছে মোস্তাফিজের হাতে। এ বছর এশিয়া কাপ টি-টোয়েন্টি এবং ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে এ ধারা ধরে রেখেছেন কাটার মাস্টার।

এবার অবশ্য এমনটা হয়নি, মোস্তাফিজ যে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেই নেই। ম্যাচসেরার পুরস্কার মানে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান! মোস্তাফিজ না থাকাতেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে সাকিবের হাতে। সাকিব নিজেই এমনটা বিশ্বাস করছেন।

দীর্ঘ সময় পর ব্যাট-বলে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার হাতে ওঠার পর ম্যাচ পরবর্র্তী সংবাদ সম্মেলনে দুষ্টুমির ছলে সাকিব বলেন, ‘মোস্তাফিজ নেই বলেই ম্যাচসেরা হয়েছি। ’

পরে অবশ্য বলেন আসল কথাটা। জানান স্বীকৃতি পাবার পর তার অনুভূতি, যে কোনো অর্জন বা স্বীকৃতি পেলে তো ভালো লাগে তবে যেটা বলছিলাম যে মূল কাজ হলো অবদান রাখা। নিয়মিত অবদান রাখলে ফল এমনিতেই আসবে। এটা আসলে চিন্তা করার বিষয় নয়, ম্যান অব দ্য ম্যাচ তো কেউ বলে হতে পারে না। আপনি অবদান রাখার চেষ্টা করবেন, দিনশেষে সব থেকে বেশি অবদান রাখতে পারলে সেরা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
 
বল ও ব্যাট হাতে আজ উজ্জল ছিলেন সাকিব। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৪০ বলে ৪৮ রানের নিখুঁত একটি ইনিংস খেলেন এ বাঁহাতি। বাংলাদেশের ইনিংসের মাঝপথে সাকিবের কার্যকরি ইনিংসটি ২৬৫ রানের লড়াকু পুঁজি এনে দেয় বাংলাদেশকে।

পরে বল হাতে ১০ ওভারে মাত্র ২৬ রান দিয়ে নেন দু’টি উইকেট। এর মধ্যে রহমত শাহকে ফিরিয়ে ব্রেক থ্রু আনেন সাকিবই। রহমত শাহ ও হাসমতউল্লাহ শাহিদীর ১৪৪ রানে জুটি ভাঙার পরই থামতে থাকে প্রথম ওয়ানডের আফগান-হুমকি। শেষমেষ আফগানদের ২৫৮ রানে অলআউট করে ৭ রানের জয় তুলে নেয় সাকিবের ব্রেক থ্রুর কল্যাণেই। তাইতো ম্যাচসেরা আজ সাকিব।
 
বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
এসকে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।