ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ভয়-ডরহীন ক্রিকেট খেলতে হবে: সুজন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
ভয়-ডরহীন ক্রিকেট খেলতে হবে: সুজন ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি বাংলাদেশ। পুরো ম্যাচে কতৃত্ব করা আফগানদের বিপক্ষে ৭ রানে ম্যাচ জিতেছে শেষের নাটকীয়তায়।

ক্যাচ মিস, বাজে ফিল্ডিং চোখে লেগেছে সবার। ওয়ানডে ক্রিকেটে ১০ মাসের বিরতির প্রভাব দেখা গেছে টাইগারদের মাঠের খেলায়।

প্রথম ওয়ানডের ম্যাচসেরা সাকিব আল হাসান এর কারণ হিসেবে ‍উল্ল্যেখ করেছেন আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ বিরতিকে। বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও বললেন একই কথা, ‘আন্তর্জাতিক ম্যাচ সম্পূর্ন আলাদা। আপনি যতই ঘরোয়া ক্রিকেট খেলেন কিংবা অনুশীলন ম্যাচ খেলেন আন্তর্জাতিক ম্যাচের আবহ তৈরি করতে পারবেন না। গতকাল আমাদের বোলিং-ব্যাটিং বা ফিল্ডিংয়ে নিজেদের একটু গুটিয়ে রেখেছিলাম। এটা হয়তো অনেকদিন পর ম্যাচ খেলার কারণে হয়েছে। ’
 
খালেদ মাহমুদের আশা জড়তা কাটিয়ে আগামী বুধবার (২৮ সেপ্টেম্বর) দ্বিতীয় ওয়ানডেতে ঠিকই জ্বলে উঠবে টাইগাররা। খেলবে ভয়-ডরহীন ক্রিকেট, ‘আমরা ভাগ্যবান যে ঘুরে দাঁড়িয়ে ম্যাচটা জিততে পেরেছি। আমার মনে এটা আমাদের দারুণভাবে উজ্জীবিত করবে। আর আমরা যেভাবে ক্রিকেট খেলে আসছি গত বছর থেকে সেখানে ফিরে যেতে সাহায্য করবে। ভয়-ডরহীন ক্রিকেট খেলতে হবে। দশ মাস আগে আমরা যেভাবে ক্রিকেট খেলেছি সেভাবে খেলতে হবে। সবই ঠিক ছিল তবে সামান্য ভয় হয়তো কাজ করেছিল ক্রিকোটরদের মাঝে। সেটা আমি চাইনা, আমরা চাই ভয় ছাড়া ক্রিকেট। টাইগাররা টাইগারদের মতোই খেলবে। ’

ফর্ম হারানো সৌম্য সরকারকে ঘিরে টাইগারভক্তদের মনে দুঃশ্চিন্তা। গতকাল শুন্য রানে আউট হয়েছেন এ বাঁহাতি ওপেনার। টি-টোয়েন্টি বিশ্বকাপেও এ ব্যাটনম্যান খেলতে পারেননি প্রত্যাশা অনুযায়ী। সৌম্যকে ঘিরে খালেদ মাহমুদের বিশ্বাস, ভালো একটা ইনিংস খেললেই আবার পুরণোরুপে সৌম্যকে দেখা যাবে ২২ গজে, ‘এরকম হতেই পারে। ছোটবেলা থেকে দেখেছি, ক্লাশ ইজ পার্মানেন্ট, ফর্ম ইজ টেম্পোরারি। আমার মনে হয় সৌম্য একটা ক্লাশ, একটা ইনিংসের দরকার, হয়তো তাতেই ঘুরে দাঁড়াবে। ও ইতোমধ্যেই প্রমাণ করেছে ও একজন ক্লাশ খেলোয়াড়, আমরা এ  নিয়ে চিন্তিত না, আমি আমার কথা বলছি, পুরো কোচিং স্টাফদের কথা বলছি না, মনে হয় একটা ভালো ইনিংস খেললেই ও আবার ফিরে আসবে। ’
 
আফগানদের বিপক্ষে সিরিজের শেষ দুটি ম্যাচে বড় স্কোর আশা করছেন খালেদ মাহমুদ। প্রথম ওয়ানডেতে করা ২৬৫ রান মনঃপুত হয়নি মাহমুদের, ‘আমার মনে হয় আরও বেশি রান হতে পারতো, কিন্তু উইকেট পরে যাওয়ায় তা করতে পারিনি। তবে এটা ক্রিকেটেই হয়ে থাকে। তাড়াহুড়ো করতে গিয়ে উইকেট পরে গেলে এমন হয়, সাকিব পুরোটা খেলতে পারলে আরও বেশি হতো, সেটা হয়নি। সবচেয়ে বড় কথা আপনি যে রান করবেন সেটাই সহজ করে জিততে পারাই বড় কথা। আমরাতো সাড়ে তিনশত করতে চাই সত্যি কথা বলতে গেলে। অবশ্যই, তিন’শ বা যত রান বেশি করতে পারবো তত আমাদের বোলারদের জন্য ভালো। ’

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।