ঢাকা: ইয়াসির আরাফাত মিশু ও তাসমাউল হকের আক্রমনাত্মক বোলিংয়ে এনসিলের টায়ার টু’র ম্যাচের দ্বিতীয় দিন শেষে চট্টগ্রাম বিভাগের চাইতে ১৮৫ রানে পিছিয়ে রংপুর বিভাগ। চট্টগ্রামের দেয়া ৩৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করেছে রংপুর।
এর আগে সোমবার (২৬ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিনের ৫ উইকেটে ২৯৪ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ইরফান শুক্কুর ও সাজ্জাদুল হক।
তবে ব্যাটিংয়ে নেমে নিজেদের ইনিংসটি খুব বেশি লম্বা করতে পারেননি এই দুই ব্যাটসম্যান। কেননা আগের দিনের সঙ্গে মাত্র ১৫ রান যোগ করে সাজেদুলের বলে ব্যক্তিগত ২৪ রানে ধীমান ঘোষের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ইরফান। আর সাজ্জাদুল ফেরেন আগের দিনের সঙ্গে মাত্র ৪ রান যোগ করে ব্যক্তিগত ১৪ রানে।
তবে নুর হোসেনের অপরাজিত ৪০ রানের ইনিংসে সবক’টি উইকেটের বিনিময়ে ৩৬৮ রানের সংগ্রহ পায় মুমিনুল হক বাহিনী।
রংপুরের হয়ে বল হাতে আলাউদ্দিন বাবু ৩টি, সাজেদুল ইসলাম ২টি, সুভাশিষ রায়, মাহমুদুল হাসান, সোহরাওয়ার্দী শুভ ও তানভির হায়দার নিয়েছেন ১টি করে উইকেট।
জবাবে, নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে সায়মন আহমেদের ৫৩, মাহমুদুল হাসানের ৩৯ ও ধীমান ঘোষের অপরাজিত ৩৬ রানে ৫ উইকেটের খরচায় দিনশেষে ১৮৩ রানের সংগ্রহ পায় নাইম ইসলামরা।
চট্টগ্রামের হয়ে বল হাতে ইয়াসির আরাফাত মিশু ৩টি ও তাসমাউল হক নিয়েছেন ২টি করে উইকেট।
এদিকে শেখ আবু নাসের স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে বরিশালের চাইতে ৪০ রানে পিছিয়ে আছে স্বাগতিক খুলনা। প্রথম ইনিংসে বরিশালের করা ২৬২ রানের লক্ষ্য অতিক্রম করতে গিয়ে তুষার ইমরানে ৯১ ও মেহেদি হাসানের ৮৫ রানে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২২১ রান সংগ্রহ পেয়েছে স্বাগতিক খুলনা।
বলহাতে বরিশালের হয়ে গোলাম কবির ৩টি ও সোহাগ গাজী নিয়েছেন ১টি উইকেট।
অন্যদিকে বৃষ্টি হানা দেয়ায় বগুড়ার শহীদ শেখ চান্দু স্টেডিয়ামে গড়ায়নি ঢাকা মেট্রোপলিটন ও ঢাকা বিভাগের মধ্যকার দ্বিতীয় দিনের ম্যাচ। একই কারণে রাজশাহীতেও বন্ধ ছিল রাজশাহী ও সিলেট বিভাগের মধ্যকার খেলা।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর, ২০১৬
এইচএল/এমএমএস