ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয় টেস্ট দলে ফিরলেন ওয়ারিকান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
ক্যারিবীয় টেস্ট দলে ফিরলেন ওয়ারিকান জোমেল ওয়ারিকান-ছবি:সংগৃহীত

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। আর ক্যারিবীয়দের এই দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান।

দলটির ঘরের মাঠে গত ভারত সিরিজের তৃতীয় ও চতুর্থ টেস্টের ১৪ সদস্যের দলে একমাত্র ওয়ারিকানই অন্তর্ভূক্ত হলেন।

১৫ সদস্যের এই দলে নেওয়া হয়েছে সাতজন ব্যাটসম্যানকে (উইকেটরক্ষক শন ডরউইচ সহ)। আছেন তিনজন অলরাউন্ডার ও পাঁচ বোলার-তিনজন ডানহাতি পেসার, একজন লেগ স্পিনার ও একজন বাঁহাতি স্পিনার।

আমিরাতের দুবাইয়ে আগামী ১৩ অক্টোবর নিজেদের ইতিহাসে প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। আবুধাবিতে ২১ অক্টোবর দ্বিতীয় ও ৩০ অক্টোবর শারজায় তৃতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

ক্যারিবীয় স্কোয়াড: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্রাথওয়েট (সহ-অধিনায়ক), দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্ল্যাকউড, কার্লোস ব্র্যাথওয়েট, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, মিগুয়েল কামিন্স, শেন ডরউইচ, শ্যানন গ্যাব্রিয়েল, শাহি হোপ, লিওন জনসন, আলজারি জোসেফ, মারলন স্যামুয়েলস, জোমেল ওয়ারিকান।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।