ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। আর ক্যারিবীয়দের এই দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান।
১৫ সদস্যের এই দলে নেওয়া হয়েছে সাতজন ব্যাটসম্যানকে (উইকেটরক্ষক শন ডরউইচ সহ)। আছেন তিনজন অলরাউন্ডার ও পাঁচ বোলার-তিনজন ডানহাতি পেসার, একজন লেগ স্পিনার ও একজন বাঁহাতি স্পিনার।
আমিরাতের দুবাইয়ে আগামী ১৩ অক্টোবর নিজেদের ইতিহাসে প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। আবুধাবিতে ২১ অক্টোবর দ্বিতীয় ও ৩০ অক্টোবর শারজায় তৃতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।
ক্যারিবীয় স্কোয়াড: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্রাথওয়েট (সহ-অধিনায়ক), দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্ল্যাকউড, কার্লোস ব্র্যাথওয়েট, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, মিগুয়েল কামিন্স, শেন ডরউইচ, শ্যানন গ্যাব্রিয়েল, শাহি হোপ, লিওন জনসন, আলজারি জোসেফ, মারলন স্যামুয়েলস, জোমেল ওয়ারিকান।
বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস