ঢাকা: পাকিস্তানের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি ও অফস্পিনার সাইদ আজমলের সঙ্গে নতুন করে আর চুক্তি করছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কারণ তারা এখন আর দলটির কোনো ফরম্যাটেই খেলছেন না।
পিসিবি এর আগে খেলোয়াড়দের সঙ্গে ২০১৫’র জুলাই থেকে ২০১৬’ জুন পর্যন্ত চুক্তি করেছিল। যেখানে মাসিক বেতনের পাশাপাশি রাখা হয়েছে ম্যাচ ফি। এছাড়া দল ও ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এ, বি ও সি ক্যাটাগরিতে বোনাসের ব্যবস্থা আছে।
সে সময়ের চুক্তিতে আফ্রিদি ছিলেন ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটার। তার মাসিক বেতন ছিল ৫ লাখ পাকিস্তানি রুপি। অন্যদিকে ‘বি’ ক্যাটাগরিতে থাকা আজমল পেতেন ৩ লাখ ৪৫ হাজার রুপি।
এ ব্যাপারে পিসিবি মুখপাত্র বলেন, ‘পিসিবি আগামী ছয় মাস বা এক বছরের ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে যাবে। আর যারা খেলছে না তাদের কিভাবে চুক্তিতে নেওয়া হবে?’
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমিরাতে টি-টোয়েন্টি সিরিজে আফ্রিদিকে বিদায় ম্যাচের সংবর্ধনা দেবে বলে জানিয়েছিলে পিসিবি। তবে শেষ পর্যন্ত তা আর করা হয়নি। কিন্তু বোর্ড জানিয়েছে আফ্রিদি ও আজমলকে তাদের বিদায় ম্যাচের সংবর্ধনা দেওয়ার ব্যাপারটি এখনও মাথায় আছে। যদিও এখনই ক্রিকেটকে বিদায় বলতে চাননা বলে ইতোমধ্যে জানিয়েছেন আজমল।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস