ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

হোম সিজনে ডে-নাইট টেস্ট খেলবে না ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
হোম সিজনে ডে-নাইট টেস্ট খেলবে না ভারত ছবি: সংগৃহীত

ঢাকা: ঘরের মাঠে এ মৌসুমে ভারত কোনো ডে-নাইট টেস্ট খেলবে না বলে জানিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট অায়োজনের গুজব উড়িয়ে দিয়েছেন তিনি।

আগামী বছরের মার্চ পর্যন্ত দীর্ঘ হোম সিজনে ১৩টি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া।

গোলাপি বলে টেস্ট ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা দুলিপ ট্রফিতে এর আরো পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন বলে মনে করেন ঠাকুর। পিটিআই’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা নিয়ে (গোলাপি বল) কিছু বলার এখনই উপযুক্ত সময় নয়। যতদূর সম্ভব দুলিপ ট্রফিতে ফ্লাডলাইটের নিচে গোলাপি বলে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। এটা সফল ছিল। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সামদ্রিক বিষয় নিয়ে ভাবার বিকল্প নেই। ’

‘আমি মনে করি, আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিভিন্ন দিকে দৃষ্টি রাখা প্রয়োজন। এর বৈজ্ঞানিক পদ্ধতির বিস্তারিত দেখতে হবে। এ মুহূর্তে আমরা চলতি মৌসুমে গোলাপি বলে টেস্ট খেলতে প্রস্তুত নই। ’-যোগ করেন ঠাকুর।

টেস্টে এখনো গোলাপি বল ব্যবহার না করার পেছনে অন্যতম কারণ হিসেবে বিসিসিআই প্রেসিডেন্ট উল্লেখ করেন, ‘লাল বলে ২০-২৫ ওভারের পর আপনি রিভার্স সুইং করতে পারবেন, কিন্তু গোলাপি বলে আপনি তা পারবেন না। তাই ব্যাটসম্যানের জন্য চ্যালেঞ্জের বিষয়টি দূরে সরে যাবে। ’

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারত। ইতোমধ্যেই কানপুরে নিজেদের ক্রিকেট ইতিহাসে ৫০০তম টেস্টে দারুণ জয় তুলে নিয়েছেন বিরাট কোহলিরা। ৩০ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ শুরু। আগামী নভেম্বর-ডিসেম্বরে ঘরের মাঠেই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে (৮-১২ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো টেস্ট খেলতে ভারত সফর করবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।