ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ফিল্ডিংয়ে উন্নতি চান মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
ফিল্ডিংয়ে উন্নতি চান মাশরাফি ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হতাশার দিক ছিল বাংলাদেশের বাজে ফিল্ডিং। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ বিরতির প্রভাব ব্যাটিং-বোলিংয়ে পড়ার সুযোগ থাকলেও ফিল্ডিংয়ে সেটি পড়ার সুযোগ নেই বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

তার আশা পরের ম্যাচেই ফিল্ডিংটা ঠিক হয়ে যাবে দলের, ‘ফিল্ডিং নিয়ে অজুহাত দেয়া অনেক কঠিন। কারণ ফিল্ডিং এমন একটা জায়গা এটার জন্য খেলার মধ্যে থাকতে হবে, এমন বিষয় নেই। ফিল্ডিং এমন একটা ইস্যু যেখানে আপনি চাইলেই ভেতর থেকে উন্নতি করতে পারবেন। আমি মনে করি ফিল্ডিংটা ভালো হয়নি। এখানে অন্য কোনো কারন দেখাবো না। আশা করি ফিল্ডিংটা ঠিক হয়ে যাবে পরের ম্যাচে। ’
 
প্রথম ওয়ানডেতে খারাপ ফিল্ডিংয়ের পেছনে মাশরাফি বলেন, আমার মনে হয় শরীরটা আমাদের ঠিক জায়গায় ছিলো না। আমরা হয়তো ভেতর থেকে চাচ্ছি। কিন্তু শরীর যাচ্ছে না। এটা হয়। বডি ল্যাঙ্গুয়েজের কারণে অনেক সময় ফিল্ডিং খারাপ হতে পারে। পরের ম্যাচে আশা করছি আমরা যত খারাপ করেছি তার থেকে যতটা ভালো করা যায়। ’  
 
প্রথম ওয়ানডেতে ২৬৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা আফগানদের ইনিংসের দ্বিতীয় ওভারেই (নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে তাসকিনের প্রথম বল) প্রথম স্কিপে দাঁড়িয়ে থাকা ইমরুল কায়েস ছাড়েন মোহাম্মদ শেহজাদের ক্যাচ। ব্যক্তিগত ১ রানে জীবন পাওয়া শেহজাদ পরে মাশরাফি বিন মর্তুজার শিকার হন ৩১ রান করে।
 
স্কোরবোর্ডে আফগানদের রান যখন তিন অঙ্ক (১০০) ছুঁয়েছে তখন পয়েন্টে দাঁড়ানো সেই ইমরুলের দুই পায়ের ফাঁক গলে বল যায় সীমানার বাইরে। সফরকারীদের রান যখন ১৩৩ তখন কাভারে সার্কেলের মধ্যে দাঁড়ানো সাব্বিরের হাত ফসকে সিঙ্গেল হওয়াটাও ছিল দৃষ্টিকটু লেগেছে সবার কাছে।

ম্যাচের শেষ ভাগেও আসে কয়েকটি সুযোগ। রহমত শাহ ও হাসমতউল্লাহ শাহিদীর দেড়শোর দিকে এগোতে থাকা জুটিটি ভাঙার সুযোগ মিস করেন মাহমুদউল্লাহ। ইনিংসের ৪০তম ওভারের শেষ বলে তাইজুল ইসলামের বলে সুইপ করতে গিয়ে লং অফে সীমানায় ক্যাচ উঠান ৬৩ রানে থাকা হাসমতউল্লাহ শাহিদী। ক্যাচ ফসকে যায় মাহমুদউল্লার হাতে। পরে ৭২ রান করে ফেরেন এ ব্যাটসম্যান।
 
আফগান ইনিংস শুরুর প্রথম দিকে বল সীমানার ভেতর আটকে রাখার পরও বাউন্ডারির দঁড়িতে সাকিব আল হাসানের পা লাগিয়ে দেয়ার দৃশ্য ছিল চোখে লাগার মতো। সাকিবের করা ইনিংসের ৪৭তম ওভারের পঞ্চম বলে সফরকারী দলের অধিনায়ক আজগার স্টানিকজাইয়ে ক্যাচ ফেলেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। এমনসব ছোট-বড় ভুলের মাশুলই যেন মিরপুরে আজ দিতে যাচ্ছিলো বাংলাদেশ।   শেষ দিকে তাসকিন আহমেদের দারুণ বোলিংয়ে বাংলাদেশ ৭ রানের জয় পাওয়ায় বাজে ফিল্ডিংয়ের বিষয়টা অত বড় হয়ে ওঠেনি।
 
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।