ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

তৃতীয় দিনেও নামা হলো না আশরাফুলের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
তৃতীয় দিনেও নামা হলো না আশরাফুলের ছবি: সংগৃহীত

ঢাকা: তিন বছর পর জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। বিপিএলের দ্বিতীয় আসরে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার শাস্তি হিসেবে খেলতে পারছিলেন না ঘরোয়া ক্রিকেটেও।

 

তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে এনসিএলের ১৮তম আসরে ফিরলেও বৃষ্টির কারণে ব্যাটিংয়েই নামা হচ্ছে না তার! বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মোহাম্মদ আশরাফুলের দল ঢাকা মেট্রোপলিস ও ঢাকা বিভাগের ম্যাচের তৃতীয় দিনও কেড়ে নিয়েছে বৃষ্টি। দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনে মাঠে গড়ায়নি বল।  

ম্যাচের প্রথম দিন বৃষ্টি বাধা পেরিয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকা মেট্রোর অধিনায়ক মার্শাল আইয়ুব। ১৫ ওভারে দুই উইকেট হারিয়ে ৪৭ রান তোলার পর বৃষ্টি শুরু হলে শেষ হয় প্রথম দিনের খেলা। ওখানেই থেমে আছে ম্যাচটি। বুধবার (২৮ সেপ্টেম্বর) ম্যাচের শেষ দিন।
 
সংক্ষিপ্ত স্কোর: ঢাকা মেট্রো-৪৭/২ (১৫ ওভার)
 
এদিকে, অপর ম্যাচে আব্দুর রাজ্জাকের ব্যাটে ভালো অবস্থানে খুলনা। মনির হোসেনের বলে সোহাগ গাজীর হাতে ক্যাচ দিয়ে প্রথম শ্রেনির ক্রিকেটে প্রথম সেঞ্চুরি থেকে বঞ্চিত হন ৯ নম্বরে ব্যাটিংয়ে নামা রাজ্জাক।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বরিশাল বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে খুলনার এ অধিনায়ক খেলেন ৯৭ রানের ইনিংস। এর আগে প্রথম শ্রেনির ক্রিকেটে রাজ্জাকের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৮৩ রান।
 
অভিজ্ঞ স্পিনার হলেও তার ব্যাটিং নৈপুণ্যে প্রথম ইনিংসে ১৬৩ রানের লিড নিয়েছে খুলনা। প্রথম ইনিংসে বরিশালের করা ২৬১ রানের জবাবে খুলনার সংগ্রহ ৪২৪ রান।

সংক্ষিপ্ত স্কোর: বরিশাল বিভাগ - ২৬১ ও ১২২/৩
খুলনা বিভাগ- ৪২৪

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বরিশাল অবশ্য ব্যবধান কিছুটা কমিয়েছে। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ১২২ রান। খুলনার চেয়ে এখনও ৪১ রানে পিছিয়ে বরিশাল।  

প্রথম ইনিংসে ৭৬ রানের ইনিংস খেলা শাহরিয়ার নাফিস দ্বিতীয় ইনিংসে করেছেন ৭২ রান। শাহীন হোসেন ১৬ ও আল আমিন ৪ রানে অপরাজিত আছেন।
 
মেহেদি হাসান মিরাজ, আব্দুল হালিম ও নাহিদুল ইসলাম নিয়েছেন একটি করে উইকেট।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।