ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

দু’মাস মাঠের বাইরে ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
দু’মাস মাঠের বাইরে ডি ভিলিয়ার্স ছবি: সংগৃহীত

ঢাকা: শল্যবিদের ছুরির নিচে যাচ্ছেন এবি ডি ভিলিয়ার্স! আগামী সপ্তাহে তার কনুইয়ে সার্জারি করানো হবে। পুরোপুরি সুস্থ হতে অন্তত আট থেকে দশ সপ্তাহ সময় লাগবে।

 তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজে দলীয় অধিনায়ককে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা।

প্রোটিয়া টিম ম্যানেজার মোহাম্মদ মুসাজি বলেন, ‘আজকে (২৭ সেপ্টেম্বর) সকালের ফিটনেস টেস্টে ব্যর্থ হয়েছে এবি। ’ ফিজিও বলেন, ‘আমরা কনুইয়ের সমস্যা কাটিয়ে তুলতে বিশ্রাম, পুনর্বাসন এমনকি কোর্টিসন (অ্যাড্রিনাল গ্রন্থিনিঃসৃত একধরনের হরমোন) প্রয়োগের জন্য কনুই বিশেষজ্ঞ দেখানো হয়। কিন্তু গতানুগতিক পদ্ধতি ব্যবহার করেও প্রত্যাশা অনুযায়ী ফলাফল আসেনি। আগামী সপ্তাহের শুরুতে তার কনুইয়ে সার্জারি করানো হবে। বেশিরভাগ ক্ষেত্রেই ছয় সপ্তাহের মধ্যে সেরে ওঠা সম্ভব। তবে আমরা তাকে অতিরিক্ত সময় দিয়েছি। আশা করছি, শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে (২৬ ডিসেম্বরে শুরু) তাকে পাবো। ’

অজিদের বিপক্ষে ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ। বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ২, ৫, ৯, ১২ অক্টোবর। এরপর তিনটি টেস্ট (৩ নভেম্বর শুরু) খেলতে অস্ট্রেলিয়ায় উড়াল দেবে প্রোটিয়ারা।

ডি ভিলিয়ার্সের অনুপস্থিতিতে ওয়ানডে স্কোয়াডে থাকছেন রাইলি রুশো। টেস্টেও দলকে নেতৃত্ব দিতে পারেন ফাফ ডু প্লেসিস। এর আগে ইনজুরির কারণে আগস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ মিস করেন এবি। গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডেতেও দলের বাইরে ছিলেন তিনি।

অস্ট্রেলিয়া সিরিজে দ. আফ্রিকা ওডিআই স্কোয়াড (আপডেটেড): ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কাইল অ্যাবোট, হাশিম আমলা, ফারহান বেহারদিয়েন, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ইমরান তাহির, ডেভিড মিলার, ওয়েন পারনেল, অ্যারন ফাঙ্গিসো, আন্দাইল ফেহলুকওয়াইয়ো, কাগিসো রাবাদা, রাইলি রুশো, তাবরাইজ শামসি, ডেল স্টেইন।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।