ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্ব চ্যাম্পিয়নদের ধবলধোলাই করলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
বিশ্ব চ্যাম্পিয়নদের ধবলধোলাই করলো পাকিস্তান ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ম্যাচে আট উইকেটের দাপুটে জয়ে তিন ম্যাচের টি-২০ সিরিজটি ৩-০ তে জিতে নিয়েছেন শোয়েব মালিকরা।

ইমাদ ওয়াসিম-আমির-তানভিরদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় স্কোর গড়তে ব্যর্থ হয় বিশ্ব চ্যাম্পিয়নরা। আবুধাবির শেখ জায়েধ স্টেডিয়ামে নির্ধারিত ওভার শেষে ক্যারিবীয়দের সংগ্রহ দাঁড়ায় পাঁচ উইকেট হারিয়ে মাত্র ১০৩ রান। সর্বোচ্চ ৪২ রানের ইনিংসে অপরাজিত থাকেন মারলন স্যামুয়েলস। একাই তিনটি উইকেট নেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার ইমাদ।

সহজ লক্ষ্যটা ২৯ বল ও আট উইকেট হাতে রেখেই টপকে যায় পাকিস্তান। দলীয় ৪০ রানের মধ্যে দুই ওপেনার শারজিল খান (১১) ও খালিদ লতিফ (২১) আউট হলেও বাবর আজম ২৭ ও শোয়েব মালিক ৪৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। দু’টি উইকেটই নেন পেসার কেসরিক উইলিয়ামস।

টি-টোয়েন্টির পর এবার তিন ম্যাচের ওডিআই সিরিজে মুখোমুখি হবে দু’দল। শারজায় ৩০ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে। বাকি দু’টি ম্যাচ মাঠে গড়াবে ২ ও ৫ অক্টোবর। এরপর রয়েছে তিন ম্যাচের টেস্ট সিরিজ।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।